বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলার সর্বত্র শৈত্য প্রবাহের সঙ্গে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। আজ বৃহম্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। এর আগে এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ। গত ৩দিন থেকে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমতে থাকে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেনীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, এ জেলায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কয়েকদিন আগে থেকেই চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। শৈত্য প্রবাহের কারনে সঙ্গে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। এ আবহাওয়া কয়েক অব্যাহত থাকবে বলে তিনি জানান।
শৈত্য প্রবাহের কারনে চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় হতদরিদ্র মানুষ শীতে নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ী থেকে বের হচ্ছেনা। দিন মজুররা কাজ পাচ্ছেনা। কাজের সন্ধানে এসে তারা অপেক্ষার পালা শেষ করে বাড়ী ফিরে যাচ্ছে। হঠাৎ করে শীতের প্রকোপে বেশ সমস্যায় দিন কাটাচ্ছে এ জেলার মানুষ।
PzqvWv½vq †`‡k me©wb¤œ ZvcgvÎv 8.5 wWwMª ‡mjwmqvm
Qwe Av‡Q
PzqvWv½v ‡Rjv msev``vZv (29.12.2022)t PzqvWv½vq †`‡ki me©wb¤œ ZvcgvÎv †iKW© Kiv n‡q‡Q| G †Rjvi me©Î ‰kZ¨ cÖev‡ni m‡½ cÖPÛ kxZ Abyf~Z n‡”Q| AvR e„n¤úwZevi (29 wW‡m¤^i) mKvj 9Uvq ‡`‡ki me©wbgœ ZvcgvÎv 8 `kwgK 5 wWwMÖ ‡mjwmqvm †iKW© Kiv n‡q‡Q| evZv‡mi Av`ª©Zv 94 kZvsk| Gi Av‡M Gw`b mKvj 6Uvq me©wb¤œ ZvcgvÎv 8 `kwgK 7 wWwMÖ †mjwmqvm †iKW© Kiv n‡qwQ‡jv| IB mgq evZv‡mi Av`ª©Zv wQ‡jv 97 kZvsk| MZ 3w`b †_‡K G †Rjvq µgvMZ ZvcgvÎv Kg‡Z _v‡K|
PzqvWv½v cÖ_g †kÖbxi AvenvIqv ch©‡eÿYvMv‡ii ch©‡eÿK Rvwn`yj nK Rvbvb, G †Rjvq ‡`‡ki me©wb¤œ ZvcgvÎv 8 `kwgK 5 wWwMÖ †mjwmqvm †iKW© Kiv nq| K‡qKw`b Av‡M †_‡KB PzqvWv½vq ax‡i ax‡i ZvcgvÎv n«vm †c‡Z ïiæ K‡i‡Q| ˆkZ¨ cÖev‡ni Kvi‡b m‡½ cÖPÛ kxZ Abyf~Z n‡”Q| G AvenvIqv K‡qK Ae¨vnZ _vK‡e e‡j wZwb Rvbvb|
‰kZ¨ cÖev‡ni Kvi‡b PzqvWv½vi m`i, AvjgWv½v, `vgyoû`v I RxebbMi Dc‡Rjvq nZ`wi`ª gvbyl kx‡Z wb`viæb K‡ó w`b KvUv‡”Q| cÖ‡qvRb Qvov †KD evox †_‡K †ei n‡”Qbv| w`b gRyiiv KvR cv‡”Qbv| Kv‡Ri mÜv‡b G‡m Zviv A‡cÿvi cvjv †kl K‡i evox wd‡i hv‡”Q| nVvr K‡i kx‡Zi cÖ‡Kv‡c †ek mgm¨vq w`b KvUv‡”Q G †Rjvi gvbyl|
#
gvïKzi ingvb widvZ
PzqvWv½v|
01815-300488
01913-917560
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।