মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবা সফরে যাবেন। আগামী সপ্তাহে লাতিন আমেরিকা সফরের অংশ হিসেবে এককালের শত্রু ভাবাপন্ন সমাজতান্ত্রিক দেশটিও সফর করবেন তিনি। গত বুধবার সিনিয়র এক প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য জানান। বৃহস্পতিবার ওবামার এই সফরের বিষয়ে হোয়াইট হাউজ থেকে ঘোষণা করার কথা ছিল। ২০১৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো দুই দেশের মধ্যকার দীর্ঘ দিনের বৈরী সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেন। এরপরই দৃশ্যপট পাল্টে যায় দ্রুত। ২০১৫ সালের এপ্রিলে পানামায় দুই দেশের নেতা প্রথমবারের মতো করমর্দন করেন। সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বৈঠকও করেন ওবামা ও রাউল।
২০১৫ সালে কিউবা ওয়াশিংটনে পুনরায় দূতাবাস চালু করে। এর একমাস পর যুক্তরাষ্ট্রও হাভানায় পুনরায় দূতাবাস খোলে। ১৯৬০ সালে সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবার উপর বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিলো যুক্তরাষ্ট্র। সম্প্রতি ৫০ বছরেরও বেশি সময় পর বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও কিউবার পরিবহনমন্ত্রী পর্যায়ে চুক্তি সই হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু হওয়ার পর এটিই বন্ধুত্বের সাম্প্রতিকতম নিদর্শন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।