Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে রুশ রাষ্ট্রদূত হত্যাকান্ডে জড়িত থাকার তুর্কি অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র তুরস্কে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অভিযোগ করা হচ্ছিল, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন ওয়াশিংটনের মদদে এ হত্যাকা- ঘটিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো ভিত্তি নেই। রাষ্ট্রদূত কার্লভ গুলিতে নিহত হওয়ার পর কয়েক ঘণ্টা পর তুরস্কের শীর্ষ কর্মকর্তরা এ হত্যাকান্ডের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন।
কিরবি বলেন, যে কোনো রাষ্ট্রে এ ধরনের কর্মকান্ডে যুক্তরাষ্ট্রের সমর্থন বা সরাসরি সম্পৃক্ততা দাবি করা একেবারেই ঠাট্টার মতো বিষয়। দৈনিক সাবাহ’র উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়- মঙ্গলবার টেলিফোনে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বলেন, তুরস্ক এবং রাশিয়া উভয় দেশই জানে গুলেনপন্থী সন্ত্রাসীই এ হত্যাকা- ঘটিয়েছে।
৭৪ বছর বয়সী ফেতুল্লাহ গুলেন নিজের আন্দোলনে নামার আগে একজন জনপ্রিয় ধর্মীয় নেতা ও ইমাম ছিলেন। এরদোগান যখন ক্ষমতায় বসেন, তখনন তিনি তার ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু পরে তিনি তার প্রতিপক্ষে পরিণত হন।
আঙ্কারার অভিযোগ, গুলেন তুরস্কে তার সমর্থক কর্মকর্তাদের দিয়ে একটি সমান্তরাল রাষ্ট্র কায়েম করেছেন এবং গত জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের মূল হোতা ছিলেন তিনি।
এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে কিরবি বলেন, কেরি তুরস্কে এ ধরনের ন্যক্কারজনক হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এতে তার দেশের সরাসরি সম্পৃক্ততা, সমর্থন বা পরোক্ষ সমর্থন একেবারেই হাস্যকর বিষয়। কিরবি কেরি ও কাভুসোগলুর মধ্যকার টেলি সংলাপ দ্রুত প্রকাশ করারও প্রতিশ্রুতি দেন।
রাষ্ট্রদূত কার্লভ আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনীস্থলে পুলিশ কর্মকর্তা মেভলুত আলতিনতাসের গুলিতে নিহত হন। ওই দিন আলতিনতাসের ডিউটি ছিল না। প্রদর্শনীস্থলে রুশ দূত কয়েক মিনিট বক্তব্য রাখার পর আলতিনতাস আল্লাহু আকবর বলে তার ওপর বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।
এ সময় সে চিৎকার করে বলতে থাকে আলেপ্পোকে ভুলি নাই, সিরিয়াকে ভুলি নাই। একমাত্র মৃত্যুই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে। -আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ