পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
চলতি বছরের অক্টোবরে সউদী আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি পুনরায় বেড়েছে। এ খাতের রফতানি ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৪৯০ কোটি সউদী রিয়াল বা ৬৬২ কোটি ডলারে দাঁড়িয়েছে। যেখানে ২০২১ সালের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৩৯০ কোটি সউদী রিয়াল। সম্প্রতি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস (গ্যাসট্যাট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, রাসায়নিক ও এ সম্পর্কিত শিল্প খাতটি অক্টোবরে সউদী আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি বাড়াতে প্রধান ভূমিকা পালন করেছে। এটি মোট জ্বালানি তেলবহির্ভূত রফতানির ৪০ দশমিক ৯ শতাংশ। এছাড়া অক্টোবরে দেশটির সামগ্রিক পণ্য রফতানি বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। অর্থের হিসাবে যা ১২ হাজার ৭০ কোটি সউদী রিয়াল। আগের বছরের একই সময়ে যা ছিল ১০ হাজার ৬০০ কোটি সউদী রিয়াল। এদিকে রফতানির পাশাপাশি দেশটির আমদানিও বেড়েছে। চলতি বছরের অক্টোবরে পণ্য আমদানি ৩৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৯০ কোটি সউদী রিয়ালে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৫৯০ কোটি সউদী রিয়াল। প্রতিবেদনে আরো বলা হয়, অক্টোবরে আমদানি পণ্যের মধ্যে যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম সবচেয়ে বেশি, যা মোট আমদানির ১৯ দশমিক ৫ শতাংশ। সউদী আরবের পণ্য বাণিজ্যের প্রধান অংশীদার হলো চীন। অক্টোবরে মোট রফতানি ১৮ দশমিক ৪ শতাংশই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে সম্পন্ন হয়েছে। অর্থের হিসাবে যা ২ হাজার ২২০ কোটি সউদী রিয়াল। আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।