মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে শীর্ষ পর্যায়ে কিনা তা নিয়ে গত এক দশকের মধ্যে এবারই প্রথম মার্কিন নাগরিকদের মাঝে সবচেয়ে বেশি বিভক্তি দেখা দিয়েছে। গ্যালাপ পোলের প্রতিবেদন অনুযায়ী যেসব মার্কিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র সবচেয়ে শ্রেষ্ঠ পরাশক্তি নয়, তাদের শতকরা হার হচ্ছে ৪৯ শতাংশ। যা গত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এ হার গত বছর ছিল ৩৮ শতাংশ। জরিপের ৩৭ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্র খুব কম ব্যয় করেছে, ৩২ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্র খুব বেশি ব্যয় করেছে এবং ২৭ শতাংশের মতে এ ব্যয় পর্যাপ্ত পরিমাণ হয়েছে। রিপাবলিকানদের মধ্যে ৬৬ শতাংশ বলছেন, দেশ সামরিক খাতে অনেক কম ব্যয় করেছে, ডেমোক্রেটরা ২০ শতাংশ মনে করেন এ ব্যয় কম হয়েছে। বাকি ২৭ শতাংশ নিরপেক্ষ মত দিয়েছেন। বেশিরভাগ ডেমোক্রেট ও নিরপেক্ষদের মতে, যুক্তরাষ্ট্র অনেক বেশি ব্যয় করেছে সামরিক খাতে।
জরিপে অংশগ্রহণকারীদেরকে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোন দেশগুলো সামরিক শক্তিতে সেরা তা জিজ্ঞাসা করা হয়নি। একজন মার্কিন মুখপাত্র বলেছেন, ২৩ বছরের মধ্যে সর্বনি¤œ ৪৯ শতাংশে নেমে আসলেও যুক্তরাষ্ট্র এখনো বিশ্বে শীর্ষ সামরিক শক্তি। গত বছরের ৫৯ শতাংশ থেকে তা ১০ শতাংশ কমেছে। মার্কিনিদের দৃষ্টিতে এই চরম পতনের পরেও সামরিক বাহিনীর প্রথমশ্রেণীর মধ্যে থাকাটা অন্য সময়ের চাইতে কম গুরুত্বপূর্ণ নয়। যাদের মাঝে জরিপ করা হয়েছে তাদের শতকরা ৬৭ শতাংশ বলেছেন যুক্তরাষ্ট্রের বিশ্বে ১ নম্বর থাকাটা গুরুত্বপূর্ণ। যাইহোক, ২০০১ সালের ফেব্রুয়ারির পর এবারই প্রথম জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ মার্কিনি মনে করেন, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা এবং সামরিক খাতে অনেক কম ব্যয় করেছে। গ্যালাপ পোল যুক্তরাষ্ট্রের ১০২১ জন প্রাপ্তবয়স্কদের মাঝে ফোনের মাধ্যমে এই জরিপ চালিয়েছে। এই পোলের ভুল তথ্যের সংখ্যা শতকরা ৪ শতাংশ। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।