Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার মনে হয় এত বার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না : শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ২:৪৮ পিএম | আপডেট : ৭:২৮ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২২

টানা ১০ বারের মতো আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাওয়া শেখ হাসিনা দল চালাতে নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন। একইসঙ্গে নিজের বয়সের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘সংগঠনটা যেন ঠিকভাবে চলে সেই ব্যবস্থা করতে হবে।’

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সরকারি দলটির সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

এসময় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা এসব কথা বলেন।

নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এই এত বার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু বিশ্বব্যাপী একটা দুঃসময়... বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিকভাবে চলে সেই ব্যবস্থা করতে হবে।’

গণভবনে শুভেচ্ছা বিনিময়ের আগে সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনাসাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হয়। নতুন এই কার্যনির্বাহী সংসদে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ সদস্যই পুননির্বাচিত হয়েছেন।

শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা গণভবনে নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যাই হোক আপনারা কষ্ট করে গণভবনে এসেছেন, এই ভবন আপনাদেরই। এটার নাম আব্বা দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণের।’



 

Show all comments
  • মিরাজ ২৫ ডিসেম্বর, ২০২২, ৪:৩১ পিএম says : 0
    ঠিকই বলেছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ