মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দুটি রাশিয়ান বোমারু বিমান গত বুধবার ব্রিটেনের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করলে ব্রিটেনের রয়াল এয়ার ফোর্সের যুদ্ধ বিমান টাইফুন ওই বিমানগুলোকে ধাওয়া করে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, রাশিয়ার টিউপলেভ টিইউ-১৬০ বিমান ব্রিটেনের আকাশ সীমার নিকটবর্তী এলাকায় চলে আসে যদিও তা ব্রিটেনের আকাশসীমায় প্রবেশ করেনি। রয়াল এয়ারফোর্সের কিছু যুদ্ধ বিমান পূর্ব ইংল্যান্ডের লিংকনশায়ার থেকে বিকেলবেলা পাঠানো হয়েছে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে। মুখপাত্র বলেন, আমরা সেখানে টাইফুন যুদ্ধ বিমান পাঠিয়েছি ত্বরিত প্রতিক্রিয়া হিসেবে। যুক্তরাজ্যের আকাশসীমা যুক্তরাজ্যের সমুদ্রসীমা থেকেও ১২ মাইল বর্ধিত। রয়াল এয়ারফোর্স গত এক বছরে এনিয়ে ৬ বারের মত রাশিয়ান যুদ্ধ বিমান ধাওয়া করেছে। ধরে নেয়া হচ্ছে বিমানগুলো রাশিয়ার সামরিক বাহিনীর দূরবর্তী কোনো ঘাঁটির তবে তা যুক্তরাজ্যের আকাশসীমা লংঘন করেনি। সূত্র: টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।