Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় শেষ হলো তিনদিনের জেলা ইজতেমা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ৪:২৫ পিএম

আখেরী মোনাজাতের মাধ্যমে বগুড়ায় শেষ হলো তিনদিনের জেলা ইজতেমা। ইজতেমার

শেষদিনে শনিবার বেলা সাড়ে ১২ টায় আখেরী মোনাজাত শুরু হয়ে ৩০ মিনিট ব্যাপী মোনাজাত করা হয়।
এর আগে গত বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বগুড়া ইজতেমার প্রথম পর্ব ৷ যেখানে বিশ্বের ৬টি দেশ ও বগুড়া জেলার ১২টি থানার ধর্মপ্রাণ মুস্ললিরা ইজতেমা মাঠে সমবেত হন।

দিল্লির নিজামুদ্দিন মারকাজে মাওলানা সাদ ছাহেবের অনুসারীদের আয়োজনে বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় এ ইজতেমা শুরু হয়েছিল।
বগুড়া ইজতেমা সূত্র জানিয়েছে, ইজতেমা উপলক্ষে ৬টি দেশের মুসল্লি (মরক্কো, রাশিয়া, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, সৌদি আরব) এবং বগুড়ার ১২টি থানার মুসল্লিরা জামাতবদ্ধ হয়েছিলেন।
এবারের ইজতেমায় প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহন করেছিল বলেও জানা যায়। তিনদিন ব্যাপী শুরু হওয়া এ ইজতেমা শনিবার বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হল।
এদিকে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা এবং ইজতেমা সুষ্ঠুভাবে শেষ করতে বগুড়া জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এছাড়াও গোয়েন্দা সংস্থায় নিয়োজিত কর্মকর্তারা ইজতেমা ময়দানে নজরদারি করেছে বলে জানান জেলা পুলিশ সুপার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইজতেমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ