Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সঞ্চয়ের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৭:৫৫ পিএম

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সঞ্চয়ের হার ছিল ২.৩ শতাংশ, যা ইতিহাসের সর্বনিম্ন হার ২.১ শতাংশের কাছাকাছি।

প্রায় ৮০ শতাংশ মার্কিন নাগরিক অভিযোগ করেছেন যে, উচ্চ মূল্যস্ফীতির কারণে পণ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় তাদের পক্ষে অর্থ সঞ্চয় অনেক কঠিন হয়ে গেছে। মার্কিন গণমাধ্যম ফক্স-৫ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মহামারিকালে রেস্তোরাঁ ও বিনোদনের জায়গাগুলোর প্রায় সব বন্ধ ছিল, মানুষের ভোগের সুযোগ কম ছিল। ফলে তখন ব্যক্তিগত সঞ্চয়ের হার ছিল বেশি। তবে গত অক্টোবরে ব্যক্তিগত সঞ্চয় কমে যাওয়ার কারণ মূলত ভোগ বৃদ্ধি।

এদিকে, ব্যাংক অফ আমেরিকার এক জরিপে বলা হয়েছে, ৬৩ শতাংশ মার্কিন নাগরিক ২০২৩ সালের জন্য অর্থ সঞ্চয় করছে, ৭৭ শতাংশ মনে করে মূল্যস্ফীতি সঞ্চয়ের পথে বড় বাধা। মার্কিন গণমাধ্যম ‘বিজনেস ইনসাইডার’ সতর্ক করে দিয়ে বলেছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পতন ঘটলে, যাদের সঞ্চয় কম তাদের জীবন কঠিন হবে। সূত্র: গ্লোবাল টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সর্বনিম্ন পর্যায়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ