Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নারী-পুরুষ নবীন-প্রবীণ সকলকে নিয়েই আওয়ামী লীগের নেতৃত্ব হবে -চাঁদপুরে দীপু মনি

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৪:৪৭ পিএম

নারী-পুরুষ নবীন-প্রবীণ সকলকে নিয়েই আওয়ামী লীগের নেতৃত্ব হবে। আওয়ামী লীগ যেভাবে এতদিন নেতৃত্ব দিয়ে গেছে, ঠিক একই ভাবে আগামীতে নেতৃত্ব দিয়ে যাবে। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই নির্বাচনের আইনগুলো মেনে দল পরিচালনা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে শতবর্ষে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে ৩১ ডিসেম্বর নতুন বছরের পাঠ্যবইয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং পহেলা জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের বাচ্চারা বই পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীপু মনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ