পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভারত ও বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধিতে দুই দেশের বন্ধন আরও দৃঢ় হবে।
শুক্রবার (৪ মার্চ) সকালে রাজধানীর বনানী ক্লাবে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই পুরো অঞ্চল শিক্ষাসহ সার্বিকভাবে এগিয়ে যাক। দক্ষিণ এশিয়ার দারিদ্র্যসহ যত সমস্যা আছে, সব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা এগিয়ে আসুক। শিক্ষা অর্জন শেষে নিজ দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়নে মেধা কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান দীপু মনি।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষার্থীদের আদান-প্রদান শুধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করবে না, আঞ্চলিক উন্নয়নেও কাজ করবে। ভারতে বাংলাদেশের অগ্রাধিকার সবসময় বলেও উল্লেখ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।