Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাঞ্জাবে ইমরানের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পিএমএল-এন ও পিপিপির অনাস্থা প্রস্তাব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১০:০৪ এএম

পাকিস্তানের রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব পরিষদ ভেঙে দেয়ার ঘোষণার পর সোমবার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহির বিরুদ্ধে প্রাদেশিক পরিষদে অনাস্থা প্রস্তাব এনেছে।

ইমরান খান শনিবার জানিয়েছিলেন, তিনি ২৩ ডিসেম্বর (শুক্রবার) তার দল পিটিআইয়ের নেতৃত্বাধীন পাঞ্জাব ও খাইবার পাকতুনখাওয়া প্রাদেশিক পরিষদ দুটি ভেঙে দেয়ার পরিকল্পনা করছেন।

এই প্রেক্ষাপটে যৌথ বিরোধী দল পিএমএল-এন ও পিপিপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পিপিপি কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এবং পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাত হোসেনের মধ্যে কয়েক দফা বৈঠকের পর তারা প্রাদেশিক পরিষদে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন।

পাঞ্জাবের গভর্নর বালিগ-উর-রহমান আগামী বুধবার প্রাদেশিক পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন ডেকেছেন।সূত্র : জিও নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ