পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ওবায়দুল্লাহ (৭৪) গতকাল বিকেলে ঢাকার মোহাম্মদপুরস্থ তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ছয় মেয়ে, দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। দীর্ঘ ১২ বছর যাবত প্রখ্যাত ক্বারী উবায়দুল্লাহ ব্রেনস্ট্রোক করে কামরাঙ্গীরচর নিজামবাগস্থ নিজ বাসায় পেরালাইসিসে ভুগছিলেন। ক্বারী ওবায়দুল্লাহ দীর্ঘ দিন পুরোনো ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদের খতিব ছিলেন। আজ বাদ যোহর চকবাজার শাহী মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ঢাকার আজিমপুর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। রাতে মোহাম্মদপুর থেকে মরহুমের লাশ কামরাঙ্গীরচর নিজামবাগের বাসায় নেয়া হয়েছে। মরহুমের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে ঢাকা ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদসহ সর্বত্র আলেম-ওলামা ও মাদরাসার হাফেজ ছাত্রদের মাঝে শোকের ছায়া নেমে আসে। যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজুল আন্তর্জাতিক ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী, জাতীয় ইমাম সমাজের নেতা মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী ও বাতিল প্রতিরোধ পরিষদের সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রূহের মাগফেরাত কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।