Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ৩:২৭ পিএম | আপডেট : ১০:০৯ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২২

কুষ্টিয়ার সদর উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় ইকবাল হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাখি ভ্যানের ধাক্কায় হোসাইন নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার বটতৈল বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় বাইপাস সড়ক ও দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ইকবাল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কন্দর পোদ্দিয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটা মালিক ছিলেন। নিহত হোসাইন দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পাইকগাছি এলাকার শফিক আলীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ইকবাল হোসেন বটতৈল বাইপাস সড়ক দিয়ে শহরতলীর ত্রিমোহনী এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীতে কুষ্টিয়া রানাখড়িয়া কবরস্থান এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় বাইপাস সড়কে ট্রাকটি সামনাসামনি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাক চালক যশোরের ঝিকরগাছার রাফিউল ইসলামের ছেলে রিপন হোসেনকে ট্রাকসহ আটক করা হয়েছে।

অপরদিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামে রাস্তার পাশে তিন বছরের শিশু হোসাইন রাস্তার পাশে খেলা করছিলো। এ সময় পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় হোসাইন। দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ