বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় র্যাবের অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুই পাচারকারী আটক হয়েছে। র্যাব-৬ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌণে ১ টার দিকে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব সদস্যরা একটি তক্ষকসহ পাচারকারী দিপক বিশ্বাস (৩৭) ও সুবেন্দু সরদার (৪৭) কে আটক করে। আজ মঙ্গলবার তাদের বিনবিভাগের স্থানীয় ঢাংমারি ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, তক্ষক দক্ষিণ এশিয়ায় বিলুপ্তপ্রায় একটি প্রাণী। তক্ষক সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক বিভিন্ন চিকিৎসার ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশের গ্রাম বাংলার জঙ্গলে টিকিটিকির মতো দেখতে প্রাণীটি কোটি কোটি টাকায় বিভিন্ন দেশে অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। র্যাব-৬ তক্ষক পাচার চক্রের সদস্যদের গ্রেফতার এবং বিপন্নপ্রায় সরিসৃপটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।