Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে তক্ষকসহ আটক ৫

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ধামরাইয়ের সানোড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে বিরল প্রজাতির বন্যপ্রাণি তক্ষক (টক্কা) পাচারের সময় পাচারকারী দলের হোতা সেলিমসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার সানোড়া গ্রামের ভেতর একদল পাচারকারী বন্যপ্রাণি তক্ষক ক্রয়-বিক্রয়সহ পাচার করছে এমন সংবাদে থানার ভিত্তিতে থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে আমিনুল ইসলাম সেলিম, কবির হোসেন, ফইজুল হক ও স্বপন মিয়াকে ঝুড়ির মধ্যে ১০ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ আটক করে পুুলিশ। তবে আটককৃতদের মধ্যে আমিনুল ইসলাম সেলিমের বাড়ি ধামরাই উপজেলার সানোড়া গ্রামে হলেও অন্য আসামীদের বাড়ি বিভিন্ন জেলায়। এ ব্যাপারে থানার এসআই শাহীনুল ইসলাম বাদী হয়ে বন্যপ্রাণি ১৯৭৪ অধ্যাদেশ (২৬)১-এর ধারায় একটি মামলা দায়ের করেন। পরে বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তররের কর্মকর্তাদের কাছে বিরল প্রজাতির এ প্রাণি হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধামরাইয়ে তক্ষকসহ আটক ৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ