রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ধামরাইয়ের সানোড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে বিরল প্রজাতির বন্যপ্রাণি তক্ষক (টক্কা) পাচারের সময় পাচারকারী দলের হোতা সেলিমসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার সানোড়া গ্রামের ভেতর একদল পাচারকারী বন্যপ্রাণি তক্ষক ক্রয়-বিক্রয়সহ পাচার করছে এমন সংবাদে থানার ভিত্তিতে থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে আমিনুল ইসলাম সেলিম, কবির হোসেন, ফইজুল হক ও স্বপন মিয়াকে ঝুড়ির মধ্যে ১০ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ আটক করে পুুলিশ। তবে আটককৃতদের মধ্যে আমিনুল ইসলাম সেলিমের বাড়ি ধামরাই উপজেলার সানোড়া গ্রামে হলেও অন্য আসামীদের বাড়ি বিভিন্ন জেলায়। এ ব্যাপারে থানার এসআই শাহীনুল ইসলাম বাদী হয়ে বন্যপ্রাণি ১৯৭৪ অধ্যাদেশ (২৬)১-এর ধারায় একটি মামলা দায়ের করেন। পরে বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তররের কর্মকর্তাদের কাছে বিরল প্রজাতির এ প্রাণি হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।