Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোবিন্দগঞ্জের সাঁওতালদের ওপর নির্মিত হলো প্রামাণ্য চলচ্চিত্র “ল্যা- অব দ্য লর্ড”

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের নিয়ে নির্মিত হলো প্রামাণ্য চলচ্চিত্র “ল্যা- অব দ্য লর্ড”। গত ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে বসবাসরত সাঁলতালদেরকে উচ্ছেদ করতে মিল কর্তৃপক্ষ ও প্রশাসনের সাথে সাঁওতালদের যে সংঘর্ষ হয় এবং তার পরিপ্রেক্ষিতে উচ্ছেদকৃত বাস্তুহারা সাঁওতালদের বর্তমান জীবন যাপনকে কেন্দ্র করেই নির্মিত হলো প্রামাণ্য চলচ্চিত্র ‘ল্যা- অব দ্য লর্ড’। চলচ্চিত্রটি নির্মাণ করেন তরুণ নির্মাতা সুপিন বর্মন। তথ্যানুসন্ধান ও ধারা বর্ননা করেছেন সিজুল ইসলাম। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় দিবসের চিত্র ধারণের মধ্য দিয়ে শেষ হয় এর চিত্রায়ণ। সাহেবগঞ্জ ইক্ষু খামার সংলগ্ন মাদারপুর, জয়পুরপাড়ায় স্বার্থানে¦ষী মহলের দ্বারা ব্যবহৃত হয়ে নিঃস্ব এইসব বাস্তুচ্যুত সাঁওতালদের মানবেতর জীবন যাপনের চিত্র উঠে এসেছে এই প্রামাণ্য চলচ্চিত্রে। ইতোমধ্যে এই প্রামাণ্য চলচ্চিত্রের একটি মিউজিক ভিডিও ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সুপিন বর্মনের কথায় হাসান মেহেদীর সুর ও কম্পোজে গানটিতে কন্ঠ দিয়েছেন আল- আমিন আপেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোবিন্দগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ