Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রমণ হলে বিএনপিকে পাল্টা আক্রমণ: চট্টগ্রামে ওবায়দুল কাদের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১০:২৬ এএম

বিএনপিকে প্রতিরোধে আওয়ামী লীগ প্রস্তুত আছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ওপর আক্রমণ করলে তখন দেখা যাবে পাল্টা আক্রমণ কীভাবে হবে।
শনিবার রাতে নগরীর পলোগ্রাউন্ডে জনসভার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আজ (রোববার) এই ময়দানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা হবে, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজ বাড়াবাড়িটা বেশি করে ফেলেছে। সমাবেশ হবে এক সপ্তাহ পর। অথচ তারা আজ থেকে তাবু খাটিয়ে বালিশ-বিছানা, মশারি এনে একটা নাটক করছে। পাড়া-মহল্লায়, শহরে, দেশের প্রতি জেলা, উপজেলায়, থানা, ইউনিয়নে, গ্রামে-ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছে। এখন ছাড় দিচ্ছি, বাড়াবাড়ি করলে আর ছাড় দেব না।
বিএনপিকে কিভাবে প্রতিরোধ করবেন? জানতে চাইলে তিনি বলেন, আমরা কি মারামারি করব? আমাদের ওপর আক্রমণ করলে তখন দেখা যাবে পাল্টা আক্রমণ কীভাবে করব। সাম্প্রদায়িক শক্তি-জঙ্গিগোষ্ঠীর উত্থানের বিরুদ্ধে চট্টগ্রামের জনসভায় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বৃহত্তর ঐক্যের ডাক দেবেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তির ‍উত্থান বিএনপির পৃষ্ঠপোষকতায় হয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে না তারা আজ ঐক্যবদ্ধ। অবশ্যই প্রধানমন্ত্রী অবশ্যই এ বিষয়ে কথা বলবেন।
চট্টগ্রামে স্মরণকালের বড় মহাসমাবেশ হবে জানিয়ে কাদের বলেন, এই চট্টগ্রাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি। স্মরণকালের বড় মহাসমাবেশে শেখ হাসিনা বক্তব্য দেবেন। কয়েকদিন আগে তিনি বঙ্গবন্ধু টানেলের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে নির্মিত টানেল। একটা টিউবের কাজ শেষ হয়ে গেছে। আরেকটা টিউবের কাজ শেষ পর্যায়ে। আশা করছি, জানুয়ারির মধ্যে টানেলের কাজ শেষ করতে পারব। প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। চট্টগ্রামে ফোর লেন সড়ক হয়ে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার সিক্স লেন করার জন্য জাইকার সঙ্গে কথা হচ্ছে। চট্টগ্রামে যেদিকে তাকাই, সেখানেই শেখ হাসিনার উন্নয়ন দেখি। তিনি চট্টগ্রামকে পছন্দ করেন। এই চট্টগ্রামে উনার অনেক স্মৃতি আছে। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক স্মৃতি আছে। এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর অনেক ঘনিষ্ঠ ছিলেন। এম এ আজিজ শেখ হাসিনার বিয়ের আয়োজন করেছিলেন। সুতরাং এই চট্টগ্রাম নিয়ে তার মায়াবি টান আছে। সাগর, পাহাড়ের শ্যামল পরিবেশ তাকে টানে।সওবায়দুল কাদের আরও বলেন, কোভিড পরিস্থিতিতে বিশ্বে যে সংকট হয়েছিল, তীব্র প্রতিক্রিয়া আমাদের দেশেও পড়েছিল। এ পরিস্থিতি প্রধানমন্ত্রী সামলে নিয়েছেন। এখন আবার যে সংকট শুরু হয়েছে সেটাও তিনি সামলে নেবেন। রফতানি আয় বাড়তে শুরু করেছে। রেমিট্যান্স বাড়ছে। তেলও পাব। জ্বালানিও আসার পথে। আমরা এখন ঘুরে দাঁড়াচ্ছি। আশা করছি এ সংকট অচিরেই কেটে যাবে। আগামী সংসদ নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচনি ওয়াদা ও উন্নয়নের বিষয়ে জনসভায় প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানান ওবায়দুল কাদের

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ