Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ওয়ানডে সিরিজে অনিশ্চিত মুস্তাফিজ

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত আগস্টে লন্ডনের ব্রপা ক্রমওয়েল হাসপাতালে কাঁধের টেলিস্কোপ সার্জারির পর সার্জন অ্যান্ড্রু ওয়ালেশের পরামর্শ মেনে নভেম্বরের শুরুতে নেটে বল করা শুরু করেছেন। অনুশীলনে তার হাতে বল তুলে দিয়ে বোলিং কোচ কোর্টনী ওয়ালশ ছিলেন আশাবাদী। চিকিৎসকের রিপোর্ট পেয়ে আশাবাদী নির্বাচকম-লী নিউজিল্যান্ড সফরের দলে রেখেছেন মুস্তাফিজুরকে। সিডনীর ফ্লাইট ধরার আগে আশার কথাই শুনিয়েছিলেন বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ। ৮০ থেকে ৯০ শতাংশ ফিট মুস্তাফিজুরÑপরীক্ষা থেকে এ তথ্যই মিডিয়াকে দিয়েছিলেন বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে অনুশীলন করে শতভাগ ফিট হয়ে উঠবেন বলে আশার কথা শুনিয়েছিলেন বিসিবি’র প্রধান চিকিৎসক। তবে অস্ট্রেলিয়ায় ৯ দিন অবস্থানকালে ২টি টি-২০ অনুশীলন ম্যাচের একটিতেও মুস্তাফিজুরকে একাদশে না রাখায় নিউজিল্যান্ড সফরে মুস্তাফিজুরকে নিয়ে শঙ্কার আলামতই পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মুস্তাফিজুরের খেলার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে শঙ্কাÑ সে আভাসই দিয়েছেন প্রধান নির্বাচকÑ ‘অস্ট্রেলিয়ায় অনুশীলনে ওর অবস্থা কেমন, কতোটা উন্নতি করেছে সে, তা ফিজিও জানায়নি আমাদের। অস্ট্রেলিয়া যাবার আগে এখানে মুস্তাফিজ সামর্থের ৫০-৬০ শতাংশ দিয়ে বল করতে পেরেছে। যে অবস্থা নিয়ে মুস্তাফিজ দলের সঙ্গে সেখানে গেছে, তাতে ওর খেলার সম্ভাবনা নিয়ে এমনিতেই শঙ্কা থাকার কথা। তাই মনে হচ্ছে না সে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে পারবে। ওয়ানডে সিরিজ খেলতে পারবে কি না, তা এখন বলতে পারছি না। ফিজিও’র রিপোর্ট পেলে বুঝতে পারব। ২৮ অথবা ২৯ ডিসেম্বরের আগে মুস্তাফিজুরের ফিটনেস রিপোর্ট পাওয়ার সম্ভাবনা দেখছেন না নান্নু। শতভাগ ফিট না হয়ে মুস্তাফিজুরকে মাঠে নামিয়ে ঝুঁকি নেয়ার পক্ষপাতী নন নান্নু।

 



 

Show all comments
  • Silpi ১৯ ডিসেম্বর, ২০১৬, ২:৩৯ এএম says : 0
    It's a very bad news for us
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ