Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পেঁচায় মেরিলিন মনরোকে স্মরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম

একটি পেঁচাকে দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ১৯৫০ সালের বিখ্যাত হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর কথা মনে পড়ে যায়। পেঁচাটি বলিউডের বিখ্যাত অভিনেত্রীর মতো দেখতে মোটেই নয়, তবে এ পেঁচার সঙ্গে এমন একটি হুবহু সাদৃশ্য রয়েছে যা বিশ্বের সেরা অভিনেত্রীরাও অনুকরণ করতে পারবেন না।
মাইক্রো-বøগিং সাইট টুইটারে ডেইলি আউলস নামে একটি পেজে অতীতে শেয়ার করা একটি ভিডিও আবারও সামনে এসেছে। যার মধ্যে একটি সাদা পেঁচা দেখা যায়।

পেঁচাটি একটি ইলেকট্রনিক গ্যাজেটের ওপর দাঁড়িয়ে আছে, যার চারপাশে দমকা হাওয়া বইছে, যার ফলে পেঁচার শরীরের লোম এমনভাবে বাতাসে উড়তে শুরু করে যা মেরিলিন মনরোর ১৯৫৪ সালের ছবির কথা মনে করিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ছবি ব্যবহারকারীরা লাইক ও রিটুইট করছেন। সূত্র : জং অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেরিলিন মনরো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ