Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মানবিক সঙ্কট মোকাবেলায় এলনা প্রকল্পের যাত্রা শুরু

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্থানীয় ও জাতীয় পর্যায়ে মানবিক সহায়তা দানকারী পক্ষসমূহকে সহযোগিতার মাধ্যমে মানবিক সঙ্কট মোকাবেলার যথাযথ পদক্ষেপ নেয়া দরকার। সেক্ষেত্রে স্থানীয় সহায়তা দানকারীদের যথাযথ সম্পদ এবং সহযোগিতা দিলে সংকটের শিকার জনগোষ্ঠী আরো ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে পারবে।
গতকাল রোববার রাজধানীর সিরডাপ অডিটরিয়ামে অনুষ্ঠিত এমপাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটারিয়ান একটরস (এলনা) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশন ও অক্সফাম বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের জনসংযোগ বিভাগের পরিচালক কাজী আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফাম বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ¯েœহাল ভি সনেজ। এ ছাড়াও প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ-এর পরিচালক প্রফেসর ড. মাহবুবা নাসরিন, ইউএনআরসিও-এর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ কাজী শাহীদুর রহমান ও কোস্ট ট্রাস্ট-এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহ্ছানুর রহমান।
কার্যকর মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় নেতৃত্ব তৈরি ও উন্নয়নের জন্য অক্সফাম বাংলাদেশ ও এর ৬টি সহযোগী পার্টনারের সহযোগিতায় ৩ বছরব্যাপী এ প্রকল্পটি বাংলাদেশের ৯টি দুর্যোগপ্রবণ জেলায় বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে হিউম্যানিটারিয়ান কান্ট্রি ক্যাপাসিটি এনালাইসিস রিপোর্টের চূড়ান্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবিক

১০ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ