Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে ৩২৭ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা হিসেবে ৩২৭ মিলিয়ন (৩২ কোটি ৭০ লাখ) ডলার প্রদান করবে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শুক্রবার এক টুইটবার্তায় এই তথ্য জানিয়েছেন। টুইটবার্তায় ব্লিনকেন বলেন, ‘আফগানিস্তানের সাধারণ মানুষ ও পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ৩২৭ মিলিয়ন ডলার পাঠানো হবে। আমরা এখনও আফগানিস্তানের সাধারণ জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ শুক্রবার আলাদাভাবে এ সম্পর্কিত একটি লিখিত বিবৃতিও প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব পপুলেশন, রেফিউজি অ্যান্ড মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসের ব্যুরো অব হিউম্যানিটেরিয়ান অ্যাসিসটেন্স এই ৩২৭ মিলিয়ন ডলারের তহবিলের যোগান দেবে। আফগানিস্তান ও প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া দরিদ্র আফগানদের জরুরি নগদ অর্থ সহায়তা, আবাসন, স্বাস্থ্যসেবা, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের পুনর্বাসন, মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, নারীর প্রতি সহিংসতা রোধ প্রভৃতি খাতে এই তহবিলের অর্থ ব্যয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। তবে মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা থাকায় আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে এই অর্থ বণ্টনের দায়িত্বে রাখা হবে না। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তানে ৩২৭ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ