Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের নতুন সেনাপ্রধান নির্বাচনের নেপথ্যে কী?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

পাকিস্তানের সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরে দেশটির অসহায় রাজনীতিবিদদের চেয়ে বেশি রাজনৈতিক প্রভাব বিস্তারকারী হিসেবে বিবেচনা করা হয়। তবে সৈয়দ আসিম মুনিরের নিয়োগ, যিনি গতকাল কামার জাভেদ বাজওয়ার কাছ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন, অন্তত আংশিকভাবে দলীয় রাজনীতি দ্বারা চালিত বলে মনে হচ্ছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রধান হিসেবে জেনারেল মুনিরের মেয়াদ ২০১৯ সালে সংক্ষিপ্ত করা হয়েছিল যখন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বাদ পড়েছিলেন। ইমরান খান নিজে এপ্রিলে পার্লামেন্ট দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং তারপর থেকে তার উত্তরসূরি শাহবাজ শরীফের সরকারকে দুর্বল করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মুনিরকে নিয়োগ করেছেন কারণ মনে হচ্ছে তিনি তাকে ইমরান খানের বিপরীতে মনে করেন।

ইমরান খানের অভিযোগের কারণে জনগণের মধ্যে সেনাবাহিনীর সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমরান খান দাবি করেন যে, সামরিক নেতারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য আমেরিকার সাথে ষড়যন্ত্র করেছিল। সেনাবাহিনীর নিম্ন পদের অনেক সৈন্যই সাবেক প্রধানমন্ত্রীর একনিষ্ঠ সমর্থক। ফলে সাধারণ সৈন্য এবং অন্যান্য পাকিস্তানিদের আস্থা ফিরে পেতে নতুন প্রধানকে কঠোর পরিশ্রম করতে হবে।

কেন আসিম মুনির? দুটো কারণ আলোচিত হচ্ছে। এক, তিনি বাজওয়ার ঘনিষ্ঠ। দুই, ইমরানের সঙ্গে তার সম্পর্ক তিক্ত। এর আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর ডিরেক্টর জেনারেল পদ পেয়েছিলেন মুনির। আট মাসের মধ্যে তাকে সরিয়ে দিয়ে ইমরান সেই পদে বসান নিজের ঘনিষ্ঠ জেনারেল ফৈজ হামিদকে। মুনির থাকাকালীন ইমরান হয়তো ইচ্ছেমতো চাপ তৈরি করতে পারবেন না শেহবাজ শরিফের সরকারের উপর। সূত্র : দ্য ইকোনমিস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ