Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার জনসভায় গণজোয়ার সৃষ্টি হবে

প্রস্তুতি সভায় আওয়ামী লীগ নেতারা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে চট্টগ্রামে গণজোয়ার সৃষ্টি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। দলীয় প্রধানের জনসভা সফল করতে এখন মাঠে নেতার। প্রতিদিনই চলছে প্রস্তুতি ও সমন্বয় সভা। নগরজুড়ে চলছে মাইকিং। শুক্রবার রাতে সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করতে সার্কিট হাউসে সমন্বয় সভায় মিলিত হন দলের মন্ত্রী, এমপিরা। সেখানে নেতারা জানান, জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। বন্দরনগরীসহ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দেবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান মিতা, দিদারুল আলম, খাদিজাতুল আনোয়ার সনি, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এদিকে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল নগরীর জালালাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে। এর প্রতিবাদে সাধারণ মানুষ শেখ হাসিনার জনসভায় যোগ দেবে। পলোগ্রাউন্ডের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগের গণজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াকুবের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ নেতা মহব্বত আলী খান, কাজী মালেক, হারুন জালালাবাদী, মো. হানিফ, হুমায়ুন আলম মুন্না, আবু সৈয়দ আজম প্রমুখ বক্তব্য রাখেন। শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অপর এক প্রস্তুতি সভায় আওয়ামী লীগ নেতারা জনসভা সফল করার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ