Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বীকারোক্তি সেনাপ্রধানের -পাকিস্তানের রাজনীতিতে প্রভাব খাটায় সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম


পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব বিস্তারের কথা সর্বজনবিদিত। পুরো বিশ্বই তা জানে। সম্প্রতি পাকিস্তানের শাসন বিভাগকে সেনার হাত থেকে মুক্ত করার জন্য লংমার্চ শুরু করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও। ঠিক সেই সময়ে নিজের বিদায়বেলায় পাকিস্তানের রাজনীতিতে সেনার মাথা গলানোর কথা কার্যত স্বীকার করে নিলেন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

এই মাসের শেষের দিকে অবসর নেয়ার কথা বাজওয়ার। তার আগে এই মন্তব্য পাকিস্তানের রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল। পাকিস্তানের প্রতিরক্ষা ও শহিদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বুধবার একথা স্বীকার করেন তিনি। পাশাপাশি পাকিস্তানের সেনা আর দেশের রাজনীতিতে মাথা গলাবে না ঠিক করেছে বলেও উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা বিশ্বেই সৈনিকদের কখনও কখনও সমালোচনার সম্মুখীন হতে হয়। কিন্তু, আমাদের সেনাবাহিনীকে সবসময়ই সমালোচনা করা হয়। আমার মনে হয়, এর কারণ হল রাজনীতিতে সেনার মাথা গলানো। তাই গত ফেব্রæয়ারিতে সেনাবাহিনী ঠিক করেছে যে তারা আর রাজনীতিতে মাথা গলাবে না। কারণ দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষরাই সেনার সমালোচনা করে থাকে। অনেক খারাপ ভাষাও ব্যবহার করে। রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের সেনাবাহিনীর সমালোচনা করার অধিকার আছে। কিন্তু, ভাষা প্রয়োগের বিষয়ে সচেতন থাকা উচিত।’ পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে তিনি শেষবারের মতো বক্তব্য রাখছেন বলেও বুধবার জানান বাজওয়া। বলেন, ‘আমি খুব তাড়াতাড়ি অবসর নিচ্ছি। তাই এবার এ অনুষ্ঠানটি করতে একটু দেরি হয়ে গেল।’ সূত্র : আল-জাজিরা।

 

 



 

Show all comments
  • Younus Mollik ২৫ নভেম্বর, ২০২২, ৮:১৮ এএম says : 0
    That open secret
    Total Reply(0) Reply
  • Md Parves Hossain ২৫ নভেম্বর, ২০২২, ৮:১৯ এএম says : 0
    পাকিস্তানের জন্য েএটা একটা চরম তিক্ত বাস্তবতা।
    Total Reply(0) Reply
  • Masoud sab ২৫ নভেম্বর, ২০২২, ১১:৫০ এএম says : 0
    বাংলাদেশ মূলত স্বাধীন হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে।
    Total Reply(0) Reply
  • Masoud sab ২৫ নভেম্বর, ২০২২, ১১:৫০ এএম says : 0
    বাংলাদেশ মূলত স্বাধীন হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ