Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা ফজলুর রহমানের বেয়াই খাইবার পাখতুনখোয়ার গভর্নর নিযুক্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১১:০৯ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার গভর্নর নিযুক্ত হয়েছেন সিনেটর হাজি গোলাম আলি। তিনি দেশটির বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের বেয়াই।
বুধবার উর্দু সংবাদমাধ্যম ডেইলি জং জানায়, ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি হাজি গোলাম আলির নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত সুপারিশ প্রেসিডেন্টের কাছে পাঠান। এরপর প্রেসিডেন্ট সংবিধানের ১০১ অনুচ্ছেদের অধীনে হাজি গোলাম আলিকে গভর্নর নিযুক্ত করেন।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত প্রদেশ খাইবার পাখতুনখোয়ার গভর্নর নিযুক্ত করতে মাওলানা ফজলুর রহমান তার বেয়াই হাজি গোলাম আলির নাম প্রস্তাব করেছিলেন।
বিগত ছয় মাস যাবত প্রদেশটি গভর্নর শূন্য ছিল। এরই পরিপ্রেক্ষিতে ফেডারেল সরকার নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেয়। এরই ভিত্তিতে পশতুন তাহাহফুজ মুভমেন্টের (পিটিএম) দলগুলো হাজি গোলাম আলির নামের ওপর ঐক্যমত্য পোষণ করে।
হাজি গোলাম আলি পেশোয়ারের সিনেটর এবং তার ছেলে জুবায়ের শহরটির মেয়র।
উল্লেখ্য, শাহ ফরমান গভর্নরের পদ থেকে ইস্তফা দেয়ার পর পদটি শূন্য হয়। সূত্র : ডেইলি জং ও এক্সেপ্রেস নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ