Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জনতার ঢল

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : জাতির জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছিল ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হয়।
স্মৃতিস্তম্ভে ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানের পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।
ধর্মমন্ত্রীর পর শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি একেএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। পুস্পস্তবক অর্পণ শেষে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদশ গড়তে হবে। স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ ও মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান অভিন্ন কন্ঠে বলেন, একাত্তরের চেতনার সৈনিকরা যুদ্ধাপরাধীদের বিচার বানচালকারীদের সব কুটকৌশল ঐক্যবদ্ধভাবে রুখে দিবে। পরে বিজয়ের এ দিনটিকে ঘিরে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান। এ সময় বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ