Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বারবার বাংলাদেশে আসতে চান নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১১:৫৩ এএম | আপডেট : ১১:৫৩ এএম, ১৯ নভেম্বর, ২০২২

বাংলাদেশে এসেছেন বলিউড সুপারস্টার অভিনেত্রী নোরা ফাতেহি। সেটি এর মধ্যেই সবার জানা হয়ে গেছে। শুক্রবার (১৮ নভেম্বর) তার শো ছিল বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এদিন শো টাইম সন্ধ্যা ৬টা হবার কথা থাকলেও তা রাত ৮টায় শুরু হয়। তবে নোরা ফাতেহি ঠিক সময় এসে পৌঁছান অনুষ্ঠানে। তার নাচার অনুমতি না থাকায় ঈগল মিউজিকের ছেলেমেয়েদের সাথে নিজের বিখ্যাত এক গানে আর হাল্কা নেচে পারফমেন্স শেষ করেন।

এরপর অনেকেই নোরা, নোরা বলে চিৎকার করতে থাকেন। ততক্ষণে নোরা ফাতেহি মাইক হাতে নিয়ে বলে ওঠেন 'বাংলাদেশ, আই লাভ ইউ'। দর্শকদের দু'হাত এ সম্মান সূচক অভিবাদন করতেও দেখা যায়।

এসময় ঢাকায় এসে কেমন লাগছে জানতে চাইলে নোরা বলেন, ‘আমি ঢাকায় এসে সুপার এক্সাইটেড। দ্বিতীয়বারের মতো আসলাম। সবার এনার্জি দেখে আমার খুব ভালো লাগছে।’

বক্তব্য দিতে গিয়ে আপ্লুত হয়ে বলেন, ‘আমি নারীদের এগিয়ে যাওয়াকে গর্ব হিসেবে গ্রহণ করি। নারীদের নিয়ে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে৷ আজ শুধু এটুকুই বলতে চাই নিজের স্বপ্ন পূরণে সাহস এবং শক্তি রেখে সামনে এগিয়ে যান।’

বাংলাদেশে আমন্ত্রণ পেয়ে তিনি ধন্য বলে অনুভূতি প্রকাশ করেন। নোরার ভাষায়, ‘আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এরকম আয়োজনে আমি বারবার বাংলাদেশে আসতে চাই।’

ওমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নোরার ঢাকায় আসা। অনুষ্ঠানে ওমেন লিডারশিপ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় মঞ্চে দুই উপস্থাপক ছাড়াও উপস্থিত ছিলেন ওমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক।

উল্লেখ্য, নোরা ফাতেরি শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। গোলাপি রঙের হুডি এবং প্যান্টের সঙ্গে কালো রঙের সানগ্লাসে বিমানবন্দরে ফটোগ্রাফারদের ফ্রেমে ধরা পড়েন তিনি। আর রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মঞ্চে ওঠেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ