প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সানি লিওন ও শিল্পা শেঠির পর এবার ঢাকায় আসছেন বলিউড মাতানো আইটেম গার্ল নোরা ফাতেহি। নাচে-গানে তিনি এবার মাতাবেন বাংলাদেশের রাজধানীর মানুষকে। ঢাকায় আগামী ডিসেম্বরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। ঢাকায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এ তারকা। এরই মধ্যে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন আয়োজক শাহজাহান ভুঁইয়া।
তিনি জানান, ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি এ অনুষ্ঠানটি হবে।
মরক্কোন বংশোদ্ভূত নোরার জন্ম কানাডায়। সেখানে কেটেছে শৈশব। ছোটবেলা থেকেই তিনি ভারতের হিন্দি সিনেমার ভক্ত। বিশেষ করে গানগুলো তাকে আন্দোলিত করতো। তখন থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার। ২০১৪ সালে বলিউডে কাজ শুরু করেন তিনি। সে বছর কাজ শুরু করলেও এর বছর চারেক পর ২০১৮ সালে ‘সত্যমে জয়ন্তি’ সিনেমায় ‘দিলবার’ শিরোনামের গানে নেচে সবার নজর কাড়েন নোরা। গানটি নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছিল।
এরপর ‘সাকি সাকি’, ‘ড্যান্স মেরি রানি’ ও ‘গারমি’সহ দর্শক মাতানো বেশ কিছু গানে পারফর্ম করেছেন তিনি। শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবিতেও দর্শক মাতাচ্ছেন নোরা। একাধারে কাজ করছেন তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা, মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতেও নিয়মিত মুখ এই মরক্কোন সুন্দরী।
উল্লেখ্য, বলিউডের নন্দিত অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা গত মাসেই ঢাকায় এসেছিলেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ধারকান’, ‘বাজিগর’, ‘হাঙ্গামা’র মতো সুপারহিট হিন্দি সিনেমার এই নায়িকা। এর আগে চলতি বছরের মার্চে ঢাকায় ঘুরে গেছেন বলিউডের আরেক অভিনেত্রী সানি লিওন। একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।