বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডিজিএফআই ও র্যাব এর একটি যৌথ দল মিয়ানমার সীমান্তে তুমব্রু কোনারপাড়া এলাকায় চোরাচালান বিরোধী এক অভিযানে যায়।
এসময় রোহিঙ্গা বিদ্রোহী
আরসা সমর্থিত চোরাকারবারিদের সাথে আভিযান পরিচালনাকারী দলের গুলাগুলির ঘটনা ঘটে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় সাজেদা বেগম নামের এক রোহিঙ্গা নারী নিহত ও সোহেল নামের এক এক র্যাব সদস্য আহত।
ঘটনার সময় ডিজিএফআই এর কর্মকর্তা স্কোয়াড্রোন লিডার রিজওয়ান রুশদী (বিডি/৯৭০১) জিডি (পি) সন্ত্রাসীদের দ্বারা অপহৃত হন।
পরবর্তীতে রাত ১০ টার দিকে সন্ত্রাসীরা অপহৃত কর্মকর্তার মৃতদেহ ৩৪ বিজিপির নিকট হস্তান্তর করে বলে জানা যায়।
ঘটনার সীমান্তে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে ঘটনায় গুলিবিদ্ধ র্যাব সদস্য সোহেল বড়ুয়া সোমবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার অপারেশন সম্পন্ন হয় বলে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক নিত্যানন্দ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান বলেন, রাত পৌণে ১০ টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক র্যাব সদস্যকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।