Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আর্জেন্টিনার ২০০ হাত পতাকার জবাবে ব্রাজিলের ৫০০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ২:১০ পিএম

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ছয়দিন বাকি। এ উপলক্ষে বরাবরের মতোই বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। কুমিল্লার বরুড়ায় আর্জেন্টিনা সমর্থকরা ২০০ হাত লম্বা একটি পতাকা টাঙিয়ে হৈচৈ ফেলে দেন। এবার তাদের টেক্কা দিয়ে ৫০০ হাত লম্বা পতাকা টাঙ্গিয়েছেন ব্রাজিল সমর্থকরা।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে বরুড়া পৌরসভার কসামি এলাকায় ‘কসামি ব্রাজিল ফ্যানস’-এর উদ্যোগে ব্রাজিলের ৫০০ হাত লম্বা পতাকা টাঙিনো হয়। বিশালাকার এই পতাকা দেখতে এসময় সেখানে ভিড় করেন আশপাশের এলাকার শতশত মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, বরুড়ার কসামি গ্রামের ব্রাজিল ফ্যানস সদস্য গাজী দেলোয়ার হোসেন, গাজী জামাল হোসেন, মোহাম্মদ জহির, হেলাল, যুবায়েরসহ ব্রাজিল ভক্ত-সমর্থকেরা ৫০০ হাত লম্বা এই পতাকাটি বানিয়েছেন।

গাজী জামাল হোসেন নামের এক ব্রাজিল সমর্থক বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকরা ২০০ হাত লম্বা পতাকা টাঙিয়েছেন। সেটাকে টেক্কা দিয়ে ব্রাজিলের ৫০০ হাত পতাকা প্রদর্শন করলাম। এতে মনে শান্তি অনুভব করছি।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘বিশ্বকাপে মানুষ তার পছন্দের দলকে সমর্থন করবে, এটা অন্যায় কিছু নয়। সমর্থকরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবেন, এতে কোনো দোষ নেই। তবে এসব করতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পতাকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ