Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন পতাকা ওড়ানোর পরপরই স্নেক আইল্যান্ডে রাশিয়ার হামলা

চীন, ভারতে জ্বালানি বিক্রি করে রাশিয়ার আয় ২৪ বিলিয়ন ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

রাশিয়াকে সাজা দেয়ার চেষ্টায় মানবজাতির অস্তিত্বই হুমকিতে পড়তে পারে ষ ইউক্রেন ওডেসার রেডক্রস ভবনের ছাদে ম্যানপ্যাড স্থাপন করেছে : রাশিয়া ষ বিদ্রোহী-দাবিকৃত অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার, পিছু হটছে ইউক্রেন ষ মারিউপোল বন্দর পূর্ণ ক্ষমতায় কাজ করছে ষ জার্মানিকে জ্বালানি স্থানান্তর ত্বরান্বিত করতে হবে : শুলজ

ইনকিলাব ডেস্ক
ইউক্রেনীয় সেনারা প্রতীকী পদক্ষেপে দ্বীপের ওপর পতাকা উত্তোলনের পরপরই রাশিয়া দাবি করছে, একটি যুদ্ধবিমান স্নেক আইল্যান্ডে আঘাত হানে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, গতকাল ভোরে কৃষ্ণ সাগরের দ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এতে অনির্দিষ্ট সংখ্যক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, যদিও ইউক্রেন বলেছে যে, কেউ হতাহত হয়নি। ইউক্রেনের সশস্ত্র বাহিনী দ্বীপে ইউক্রেনের পতাকা ওড়ানোর ছবি প্রকাশের পরপরই এটি ঘটেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, ‘সকাল ৫টার দিকে... বেশ কিছু ইউক্রেনীয় সেনা সদস্য একটি মোটর বোট থেকে দ্বীপে অবতরণ করে এবং পতাকার সাথে ছবি তোলে। রাশিয়ান এরোস্পেস ফোর্সের একটি বিমান অবিলম্বে স্নেক দ্বীপে উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, যার ফলস্বরূপ ইউক্রেনের সামরিক কর্মীদের একটি অংশ ধ্বংস করা হয়েছে’।

রাশিয়া বলেছে যে, তারা ইউক্রেন থেকে শস্য পাঠানোর অনুমতি দিয়ে একটি মানবিক করিডোর খোলার জন্য জাতিসংঘের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে না তা দেখানোর জন্য ‘শুভেচ্ছার নিদর্শন’ হিসাবে গত সপ্তাহে স্নেক আইল্যান্ড থেকে প্রত্যাহার করে।

চীন, ভারতে জ্বালানি বিক্রি করে রাশিয়া পেয়েছে ২৪ বিলিয়ন ডলার : রাশিয়া ইউক্রেনে তার অভিযানের পর মাত্র তিন মাসে চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে ২৪ বিলিয়ন ডলার আয় করেছে, যা দেখিয়েছে যে, বিশ্বব্যাপী উচ্চমূল্য কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে শাস্তি দেওয়ার প্রচেষ্টাকে সীমিত করছে।

সর্বশেষ কাস্টমস ডেটা দেখায়, মে মাসের শেষ থেকে তিন মাসে চীন রাশিয়ান তেল, গ্যাস এবং কয়লার জন্য ১৮.৯ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা এক বছরের আগের পরিমাণের প্রায় দ্বিগুণ। এদিকে ভারত একই সময়ে ৫.১ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা এক বছর আগের মূল্যের পাঁচ গুণেরও বেশি। এটি ২০২১ সালের একই মাসের তুলনায় উভয় দেশ থেকে অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলারের রাজস্ব।

রাশিয়াকে সাজা দেয়ার চেষ্টায় মানবজাতির অস্তিত্বই হুমকিতে পড়তে পারে : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রকে হঁশিয়ার করে বলেছেন, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর কোনো দেশকে সাজা দেওয়ার চেষ্টা মানবজাতির অস্তিত্বকেই বিপদে ফেলতে পারে। ইউক্রেনে রাশিয়ার হামলা ১৯৬২ সালের পর মস্কোর সঙ্গে পশ্চিমাদের সবচেয়ে গুরুতর সংকটের সূচনা করেছে; ছয় দশক আগে ‘কিউবার মিসাইল’ ক্রাইসিসের সময় বিশ্ব পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বলে সেসময় অনেকে আশঙ্কা করেছিলেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বুধবার মেদভেদেভ আদিবাসী আমেরিকান হত্যাযজ্ঞ, জাপানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলা এবং ভিয়েতনাম থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত ওয়াশিংটনের একের পর এক যুদ্ধের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে ‘রক্ত ঝরানো সাম্রাজ্য’ হিসেবে চিত্রিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড তদন্তে আদালত বা ট্রাইব্যুনালের ব্যবহার নিরর্থক হবে এবং এটি বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞের ঝুঁকি তৈরি করবে বলেও মত রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভের। ‘বিশ্বের অন্যতম বৃহত্তম পারমাণবিক শক্তিধর একটি দেশকে সাজা দেওয়ার চিন্তা হাস্যকর এবং তা (এই পদক্ষেপ) সম্ভবত মানবজাতির অস্তিত্বের জন্যই হুমকি সৃষ্টি করতে পারে’, বলেছেন তিনি।

বিশ্বে যত পারমাণবিক ওয়ারহেড আছে, তার প্রায় ৯০ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিয়ন্ত্রণে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের হিসাব অনুযায়ী, দেশদুটির প্রত্যেকটির অস্ত্রভাণ্ডারে ৪ হাজারের মতো ওয়ারহেড আছে। ২০০৮ সাল থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে মেদভেদেভ নিজেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করতে চাওয়া সংস্কারবাদী হিসেবে উপস্থাপন করেছিলেন। কিন্তু চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেইনে আক্রমণ শুরুর ঘোষণা দেওয়ার পর থেকে তাকে ক্রেমলিনের কট্টরপন্থিদের মধ্যে অন্যতম সোচ্চার একজন হিসেবে দেখা যাচ্ছে।

মেদভেদেভ যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধবাজ’ অভিহিত করে বলেছেন, ‘আদিবাসী ইন্ডিয়ানদের বিরুদ্ধে জয়ের মধ্য দিয়ে শুরু হওয়া আমেরিকার গোটা ইতিহাসই হচ্ছে বিনাশী রক্তাক্ত যুদ্ধ’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, বলেছেন মেদভেদেভ।

ইউক্রেন ওডেসার রেডক্রস ভবনের ছাদে ম্যানপ্যাড স্থাপন করেছে -রাশিয়া : রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ বুধবার বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ওডেসার রেডক্রস ভবনের ছাদে ম্যানপ্যাড স্থাপন করেছে এবং কাছাকাছি এলাকায় সাঁজোয়া যান মোতায়েন করেছে।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী ওডেসার রেডক্রস বিল্ডিং (কানাতনায়া স্ট্রিট)-এর ছাদে বিদেশী তৈরিসহ ম্যানপ্যাড স্থাপন করেছে এবং কাছাকাছি এলাকায় সাঁজোয়া যান মোতায়েন করেছে’।
জেনারেল জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে কিয়েভ কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করতে এবং সামরিক উদ্দেশে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চিকিৎসা অবকাঠামো ব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিদ্রোহী-দাবিকৃত অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার, পিছু হটছে ইউক্রেন : রাশিয়া বুধবার ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে তার চাপ দ্বিগুণ করেছে, ইউক্রেনের সামরিক বাহিনী কিছুটা পিছু হটেছে এবং উভয় পক্ষই হতাহতের খবর দিয়েছে বলে দাবি করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন যে, সৈন্যরা শত্রু ইউনিটকে দোনেৎস্কের শহর সেøাভিয়ানস্কের দিকে অগ্রসর হতে বাধা দিয়েছে যেটি ডোনবাসের দুটি প্রদেশের মধ্যে একটি যার দখল মস্কোর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি। এটি রাশিয়ার সীমান্ত থেকে মাত্র মাইল (কিলোমিটার) দূরে ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভের উত্তরে একটি শহর ও গ্রামে রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে বলেও দাবি করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে যে, বেশিরভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে দোনেৎস্ক প্রদেশে, যেখানে গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন যে, আভদিভকা শহরে দুজন লোক মারা গেছে; সেøাভিয়ানস্ক, ক্রাসনোহরিভকা এবং কুরাখোভ শহরের প্রতিটিতে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন. ‘প্রতিটি অপরাধের শাস্তি হবে’।

কিরিলেঙ্কো প্রদেশের ৩ লাখ ৫০ হাজারেরও বেশি অবশিষ্ট বাসিন্দার মঙ্গলবার বিলম্বে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন যে, জীবন বাঁচাতে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে রাশিয়ার অগ্রযাত্রার বিরুদ্ধে আরো ভাল প্রতিরক্ষার সুযোগ দেওয়ার জন্য দোনেৎস্ককে সরিয়ে নেওয়া জরুরি ছিল।
দোনেটস্ক ডনবাসের একটি অংশ, বেশিরভাগ রাশিয়ান-ভাষী শিল্প এলাকা যেখানে ইউক্রেনের সবচেয়ে অভিজ্ঞ সৈন্যরা কেন্দ্রীভূত। রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের বাহিনীর সাথে লড়াই করেছে এবং আট বছর ধরে ডনবাসের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করেছে।

মারিউপোল বন্দর পূর্ণ ক্ষমতায় কাজ করছে : ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলের মারিউপোল বন্দরটি পূর্ণ ক্ষমতায় কাজ করছে, বন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস একথা জানিয়েছে। কয়েক মাস ধরে শহরের নিয়ন্ত্রণের জন্য তীব্র লড়াইয়ের পর মে মাসে ইউক্রেনের দক্ষিণ উপকূলে মারিউপোল দখল করে রাশিয়া।
টোটাল এনার্জি রাশিয়ান তেল প্রকল্প থেকে বেরিয়ে এসেছে : ফরাসি তেল ও গ্যাস সংস্থা টোটালএনার্জিস বলেছে যে, তারা একটি রাশিয়ান তেল প্রকল্প থেকে প্রত্যাহার করেছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর টোটালএনার্জিস ঘোষণা করেছে যে, এটি রাশিয়ায় তাদের কার্যকলাপ কমিয়ে দেবে এবং দেশের একটি প্রধান গ্যাস প্রকল্পের জন্য ৪.১ বিলিয়ন ডলারের প্রতিবন্ধকতা চার্জ বুক করেছে। এটি বছরের শেষ নাগাদ রাশিয়ান তেল ও গ্যাস ক্রয় বন্ধ করার এবং সেখানে আর কোনো বিনিয়োগ না করার প্রতিশ্রুতি দিয়েছে।

জার্মানিকে জ্বালানি স্থানান্তর ত্বরান্বিত করতে হবে -শুলজ : ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে জার্মানিকে অবশ্যই সবুজ জ্বালানিতে রূপান্তরটি দ্রুত বাস্তবায়ন করতে হবে, জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ বলেছেন, রাশিয়া একটি রাজনৈতিক অস্ত্র হিসাবে জ্বালানি ব্যবহার করছে। শুলজ নবায়নযোগ্য জ্বালানি সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ‘জ্বালানি নীতি শুধু দামের প্রশ্ন নয়, জ্বালানি নীতিও নিরাপত্তার নীতি’। তিনি বলেন, ‘এ কারণেই আমাদের এখন নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের জন্য টার্বো চার্জ করতে হবে’।

যুদ্ধ ইউক্রেনীয়দের ঐতিহাসিক সংখ্যায় বাস্তুচ্যুত করেছে : ফেব্রুয়ারি মাসে রুশ অভিযানের পর থেকে ইউক্রেনের জনসংখ্যার আনুমানিক এক তৃতীয়াংশ তাদের বাড়িঘর থেকে বাধ্য হয়েছে, যার মধ্যে রয়েছে ৬২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ যারা দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য অনুসারে এ তথ্য যুদ্ধের সাথে সাথে অদৃশ্য এক মানবিক সঙ্কটের মাত্রাকে চিত্রিত করে যা ব্যাপকভাবে চলে গেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪৮ লাখ। ইউক্রেনীয় যারা শরণার্থী হিসাবে ইউরোপে পালিয়েছে তাদের থেকে কম, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অদেখা বাস্তুচ্যুতির মাত্রা বর্ণনা করেছে।
দেশের বড় অংশগুলো অভিযানের প্রথম সপ্তাহগুলোতে রাশিয়ান আক্রমণের শিকার হলেও ইউক্রেনের বেশিরভাগ বাস্তুচ্যুত এখন পূর্ব থেকে আসছে, কারণ সেই অঞ্চলটি সঙ্ঘাতের কেন্দ্র হয়ে উঠেছে।

ট্রেন এবং বাসে চড়ে বেসামরিক লোকেরা পূর্ব ইউক্রেনের শহর ও শহরগুলো থেকে পশ্চিম এবং উত্তরের রাজধানী কিয়েভের দিকে আপেক্ষিক নিরাপত্তার জন্য পালিয়েছে। কেউ কেউ মানবিক কনভয় ছেড়ে চলে গেছে, বন্দুকযুদ্ধ বা গোলাগুলির হুমকির মধ্যে বিশ্বাসঘাতক সড়কপথে চলাচল করছে। অন্যরা পায়ে হেঁটে চলে গেছে, আক্ষরিক অর্থে তাদের জীবনের জন্য দৌড়াচ্ছে।

এবং যেহেতু রাশিয়ান বাহিনী এখন পূর্বের দোনেৎস্ক প্রদেশে তাদের আর্টিলারি প্রশিক্ষণ দিচ্ছে, সমস্ত শিল্প দোনবাস অঞ্চল দখল করার লক্ষ্যে, প্রতিদিন আরো বেশি লোককে তাদের বাড়ি থেকে বাধ্য করা হচ্ছে। আঞ্চলিক সামরিক সরকারের প্রধান পাভলো কিরিলেঙ্কো বুধবার টেলিগ্রাম সামাজিক বার্তাপ্রেরণ অ্যাপে বলেছেন, রাশিয়ান বাহিনীর শেলফায়ারে গত ২৪ ঘণ্টার মধ্যে দোনেৎস্কে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

কয়েকদিন ধরে মি. কিরিলেঙ্কো বাসিন্দাদের প্রদেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, এটি একটি চিহ্ন যে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ বিশ্বাস করে যে, যুদ্ধ আরো বাড়বে। কর্মকর্তারা আশা করছেন যে, প্রতিবেশী প্রদেশ লুহানস্কের মতো বড় আকারে সরিয়ে নেওয়ার চেষ্টা করা এড়াতে হবে, যা সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ানদের হাতে পড়েছিল।

মাত্র তিন মিলিয়ন লোক আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হিসাবে নিবন্ধিত হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা তার দ্বিগুণেরও বেশি বলে মনে করা হয়। আন্তর্জাতিক মানবিক সহায়তার ঘাটতি স্থানীয় সম্পদকে আরো চাপে ফেলেছে।

ইউক্রেনের সামাজিক নীতির ডেপুটি মিনিস্টার ভিটালি মুজিচেনকো এ সপ্তাহে একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘রাষ্ট্রটি অনেক এলাকায় বাস্তুচ্যুত ব্যক্তিদের এত মাত্রার জন্য প্রস্তুত ছিল না’ যেখানে তিনি রাষ্ট্রীয় সুবিধার জন্য বাস্তুচ্যুত লোকদের নিবন্ধন করার নতুন পরিকল্পনা ঘোষণা করেন।

এই ব্যাপক বাস্তুচ্যুতি সারা দেশে সম্প্রদায়গুলোকে নতুন আকার দিয়েছে, এমনকি যারা যুদ্ধের শারীরিক ধ্বংস থেকে রক্ষা পেয়েছে। পাবলিক বিল্ডিংগুলোতে আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোকে রূপান্তরিত করা হয়েছে এবং বাস্তুচ্যুতদের থাকার জন্য কিছু মডুলার হোম স্থাপন করা হয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বেশিরভাগ মানুষ, অনেকটা শরণার্থীর মতো, নারী ও শিশু এবং অনেকেরই খাদ্য, পানি এবং মৌলিক প্রয়োজনীয়তার অভাব রয়েছে।
ওকসানা জেলিনস্কা (৪০) দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের একটি প্রি-স্কুলের প্রিন্সিপাল ছিলেন, যেটি এখন রাশিয়ান বাহিনীর দখলে রয়েছে। এপ্রিল মাসে তার দুই সন্তান, একজন সহকর্মী এবং সেই মহিলার সন্তানদের নিয়ে সেøাভাকিয়ান সীমান্তে পশ্চিমাঞ্চলীয় শহর উজহোরোডে পালিয়ে যান। তার স্বামী খেরসনে থেকে গেছেন এবং তিনি ফিরে আসতে চান। কিন্তু তিনি বলেন যে, তিনি তার সন্তানদের জন্য পশ্চিমে থাকেন।

‘যখন আমরা এখানে এসেছি, আমার কিছু করার দরকার ছিল, এটি কঠিন ছিল এবং আমি হতাশ হয়ে বসে থাকতে চাইনি’, তিনি বলেন। ‘আমি দরকারী হতে চেয়েছিলাম’। তিনি কমিউনিটি রান্নাঘরে স্বেচ্ছাসেবা শুরু করেন যেটি তিনি প্রথম আসার সময় ব্যবহার করেছিলেন। আলু খোসা ছাড়িয়েছিলেন এবং কয়েক ডজন লোকের জন্য খাবার তৈরি করেছিলেন যারা প্রতিদিন গরম খাবারের জন্য যোগ দেয়।

বাস্তুচ্যুতদের তাদের বাড়িতে ফিরে যেতে সাহায্য করা - বা নতুনদের খুঁজে বের করা - ইউক্রেনের অন্যতম বড় চ্যালেঞ্জ, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন। তাদের কিছু শহর ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে নাও যেতে পারে। রাশিয়ান সেনাবাহিনীর পোড়া মাটির কৌশলে বাড়িঘর, পানির লাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে পুনরুদ্ধার করা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। সূত্র : রয়টার্স, এপি, স্ট্যান্ডার্ড ইউকে, আল-জাজিরা ও তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন পতাকা ওড়ানোর পরপরই স্নেক আইল্যান্ডে রাশিয়ার হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ