Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সফলভাবে শেষ হল কপ-১৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১:২৪ পিএম

জলাভূমি কনভেনশন স্বাক্ষরকারী পক্ষগুলোর ১৪তম সম্মেলন (কপ-১৪) গতকাল (রোববার) সমাপ্ত হয়েছে।

সম্মেলনে ‘উহান ঘোষণা’ ও ‘বিশ্ব জলাভূমি সুরক্ষায় কৌশলগত কাঠামো-২০২৫-২০৩০’ গৃহীত হওয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।

সম্মেলনে মোট ২১টি প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে চীনের উত্থাপিত ‘আন্তর্জাতিক ম্যানগ্রোভ কেন্দ্র স্থাপন’, ‘জলাভূমি সুরক্ষা ও পরিচর্যাকে রাষ্ট্রীয় টেকসই উন্নয়ন কৌশলে অন্তর্ভুক্তি’ এবং ‘ছোট ও ক্ষুদ্র জলাভূমি রক্ষা ও প্রশাসন’ শীর্ষক তিনটি প্রস্তাব গৃহীত হয়েছে।

সম্মেলনে চীন সক্রিয় ও সফলভাবে সভাপতি দেশের দায়িত্ব পালন করেছে। ফলে সংশ্লিষ্ট কনভেনশনের কাঠামোয় চীনের আন্তর্জাতিক প্রভাবের প্রতিফলন হয়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কপ-১৪

১৪ নভেম্বর, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ