মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পাকিস্তান সফর স্থগিত করেছেন। গতকাল শনিবার (১২ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহার বেলুচ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর-দ্য ডন।
জানা গেছে, সউদী যুবরাজ সালমান তার পূর্বনির্ধারিত পাকিস্তান সফর স্থগিত করলেও, শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।
এর আগে, গত অক্টোবরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার সউদী আরব সফর শেষে ইসলামাবাদ ফিরে জানিয়েছিলেন, সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিগগিরই পাকিস্তান সফর করবেন।
এ সফরে তিনি পাকিস্তানে একটি তেল শোধনাগার নির্মাণের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন। এছাড়া পাকিস্তানের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেও সউদী বিনিয়োগের ঘোষণা আসবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২০ নভেম্বর যুবরাজ সালমানের পাকিস্তান সফরে আসার কর্মসূচি ছিল।
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জি ২০ সামিটে ইন্দোনেশিয়া যাওয়ার আগে আগামী ১৪ নভেম্বর যুবরাজ সালমানের ভারতে আসারও কথা ছিল। তবে তা আপাতত বাতিল করা হয়েছে। সূত্র : দ্য ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।