Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুর মেডিক্যালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির তৃতীয় দিন অতিবাহিতচিকিৎসা সেবা ব্যহত

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতাঃ আধিপত্য বিস্তার এবং নেতৃত্বের জের ধরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের দুই গ্রæপের সংঘর্ষ ও মারধরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকরা।
গত সোমবার রাতে হামলার ঘটনার পর মঙ্গলবার দুপুর ১২টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।
শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ উল কবীর বাঁধন জানিয়েছেন, শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের কমিটির মেয়াদ শেষ না হতেই সোমবার সন্ধ্যায় ফারহান রহমানকে সভাপতি ও উত্তম দেবনাথকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির নেতারা সোমবার রাত ১১টার দিকে ডা. মিলন ছাত্রাবাসে গিয়ে বর্তমান কমিটির সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিবের কক্ষে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে রাকিব মারাত্মক আহত হয়। বর্তমানে রাকিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই প্রতিবাদে গত মঙ্গলবার সকালে পরিষদের জরুরি সভায় চিকিৎসকদের নিরাপত্তা ও সংঘর্ষে আহত মাহফুজুল হক তালুকদার রাকিবের চিকিৎসার ব্যয় নির্বাহসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ধর্মঘটের সিদ্ধান্ত হয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
এদিকে, ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা সেবায় চরম ব্যাঘাত ঘটছে। ফলে দুর্ভোগে পড়েছেন অসহায় রোগী এবং রোগীর অভিাভাবকগণ। তবে চিকিৎসা সেবায় তেমন কোনো বিঘœ ঘটছে না বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। তারা ছয় দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ