মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন-রাশিয়া সম্পর্ক পাথরের মতো শক্ত। ‘চীন রাশিয়া থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে’ মর্মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের জবাবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, চীন ও রাশিয়া নতুন যুগে পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। দু’দেশ সবসময় জোট-নিরপেক্ষ, সংঘাত-নিরপেক্ষ, এবং তৃতীয় পক্ষকে লক্ষ্য না-করার নীতি অনুসরণ করে আসছে। পারস্পরিক সম্মান, সমতা ও সুবিধার ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাও চালিয়ে আসছে দু’দেশ।
তিনি বলেন, চীন-রাশিয়া সম্পর্ক দীর্ঘদিন ধরেই সুস্থ ও স্থিতিশীলভাবে উন্নত হয়ে আসছে। উন্নয়নের এ ধারা বজায় রাখতে বেইজিং মস্কোর সাথে কাজ করে যাবে।
মুখপাত্র আরও বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ দফা নীতির আওতায়, চীন অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক উন্নয়ন করবে, নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলবে, এবং প্রধান শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও ইতিবাচক বিনিময়কে সামনে এগিয়ে নিয়ে যাবে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।