Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের আলোচিত বরকত-রুবেলের ১২ বাস পুড়ানোর ঘটনায় গ্রেফতার ৩

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ৯:৪৬ পিএম

ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার হওয়া দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) বিকালে ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ইমদাদুল হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের হেলিপোর্ট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিনজন হলেন, ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকার রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম জনি (২৪), একই এলাকার সোরাপ মৃধার ছেলে পারভেজ মৃধা (২১) ও জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের শেখ আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ আলী (৪১)।

পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, আলোচিত দুই হাজার কোটি টাকা মানিলন্ডারিং মামলায় জব্দকৃত বাসগুলি ইন্সুরেন্সের ক্ষতিপূরণ ও ব্যাংক লোনের দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্যেই এ আগুন দেওয়ার কথা স্বীকার করেছে গ্রেফতাররা। এব্যাপারে আরো ব্যাপক তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বলেন, গ্রেফতার জহুরুল ইসলাম জনি আলোচিত বরকত-রুবেলের মালিকানাধীন বাসগুলোর ম্যানেজার ছিলেন। এছাড়া গ্রেফতার হওয়া মোহাম্মদ আলী তাদের বাসগুলো ধোয়ামোছার কাজ করতেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের পাশে রাখা আলোচিত দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন নামের ১২টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগে সেখানে রাখা ২২টি বাসের মধ্যে ১২টি বাস আগুন দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ