Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরাজকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রতিভাবান যুব ক্রিকেটার মেহেদী হাসানের আর্থিক সহায়তায় ক’মাস আগে সহায়তার হাত প্রশস্ত করেছে ওয়ালটন। ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা অল রাউন্ড পারফরমেন্সে ( ২৪২ রান ও ১২ উইকেট) টূর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কারে ভুষিত মিরাজকে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশের অধিনায়ক হিসেবে ঘোষনা করেছে। ইয়ুথ ব্রান্ড অ্যাম্বাসেডরের এমন দু’টি অর্জনে গর্বিত ওয়ালটন গ্রুপ গত মঙ্গলবার মেহেদী হাসান মিরাজকে সম্বর্ধনা দিয়েছে। গত মঙ্গলবার সকালে মতিঝিলে ওয়ালটনের কনফারেন্স হলে এই সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষ থেকে মিরাজের হাতে একটি ক্রেস্ট, বাজারে নতুন আসা ওয়ালটনের প্রিমো জেডএক্স-টু মিনি মোবাইল সেট এবং নগদ এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ওয়ালটনের পলিসি ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের সহকারি পরিচালক মিলটন আহমেদ। মিরাজের হাত ধরেই বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা এক সময় বাংলাদেশ জিতবে বলে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন। ওয়ালটনের পক্ষ থেকে সম্বর্ধিত হয়ে প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়ালটনের ইয়ুথ ব্রান্ড অ্যাম্বাসেডরÑ ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গণে বিশেষ করে ক্রিকেটে অব্যাহতভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে ওয়ালটন। ওয়ালটনের কাছ থেকে সংবর্ধনা পেয়ে গর্ববোধ করছি। এটা আগামীতে আরো ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরাজকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ