বিত্রনপির আগামীকালের সমাবেশে কে ঘিরে বহওর ফরিদপুরে চলছে অঘোষিত ধর্মঘট। এতে সাধারন মানুষ পড়ছেন চরম ভোগান্তির মধ্য।জরুরী প্রয়োজনে বিভিন্ন স্হানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে বাস ষ্টান্ডে এসে ফিরে যেতে হচ্ছে।
অনেকো অসুস্থ আত্মীয় স্বজন দেখতে যাবেন তাও পারছেন না। ফরিদপুর নতুন বাস্ ষ্টান্ডে আসা এক ভুক্তভোগী রোকসানা বলেন,আমার বাবা খুবই অসুস্থ।
শরীয়তুরে বাবাকে দেখতে যাব কিন্ত এখন যেতে পারছি না।পরিবহন ধর্মঘটের কারনে গাড়ী চলছে না।
এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। কান্না জড়িত কন্ঠে রোকসানা তার কথাগুলো এভাবেই বললেন।
রোকসানার মত শত শত মানুষ ধর্মঘটের জন্য চরম ভোগান্তি পোহাচ্ছে। অন্যদিকে,বাস বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। কাজ না থাকায় তারা বাসস্টান্ডে বসে আড্ডা দিচ্ছেন।
কেরাম খেলছেন।
ধর্মঘটের বিষয় তারা কিছুই জানেন না বলে জানায়। ফরিদপুর শহরের বাসস্টান্ডে বসে আড্ডা দেওয়া এক শ্রমিক না প্রকাশ না করার শর্তে বলেন, এই পরিবহন ধর্মঘটে আমাদের শ্রমিকদের কোন সম্পর্ক নাই এ বিষয় মালিকরা বলতে পারবেন।