Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের আকাশে ডানা মেলছে বিশ্বের সবচেয়ে বড় প্লেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক প্লেন ছিল আন্টোনভ এন-২২৫। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুর দিকে প্লেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের ফেব্রæয়ারিতে যখন হামলা করা হয় তখন এটি কিয়েভের হোস্টোমেল ঘাঁটিতে ছিল। যখন প্লেনটি ধ্বংস করা হয়েছিল তখন এর নির্মাণ কোম্পানি জানায়, স্বপ্ন কখনো মরে না। মনে হচ্ছে নির্মাণকারী কোম্পানি তাদের কথা রেখেছে। কারণ তারা এরই মধ্যে জানিয়েছে, প্লেনটির পুনর্নিমাণ চলমান রয়েছে। আন্টোনভ কোম্পানির ঘোষণায় বলা হয়, প্লেনটির পুনর্নিমাণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে নকশাও অন্তর্ভুক্ত। ফের আকাশে ডানা মেলতে এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০২ মিলিয়ন ডলার। সোভিয়েত স্পেস শাটল পরিবহন করার জন্য ১৯৮০ সালে এটি তৈরি করা হয়। স্নায়ুযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে বড় কারগো প্লেনটি দ্বিতীয় বারের মতো ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলায় প্লেনটির শেষ রক্ষা হয়নি। এরপর আন্তোনভ কোম্পানি প্লেনটির বিষয়ে এক টুইট বার্তায় জানায়, স্বপ্ন কখনো মরে না। প্লেনটি ইউক্রেনীয়দের স্বপ্ন। এর পক্ষে বিশ্বের সব প্রান্ত থেকে সংহতি প্রকাশ করা হয়। কিন্তু মিরিয়া (ডাক নাম) নামের প্লেনটি ফের আকাশে উড়তে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। প্লেনটির ওপর হামলার পরপরিই সিএনএনের এক সাংবাদিক জানান, আন্তোনভ এন-২২৫ এর সামনের অংশ সম্প‚র্ণভাবে ধ্বংস হয়ে যায়। মনে হয় এর ওপর সরাসরি কোনো গোলা আঘাত হেনেছে। তাছাড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্নেনের একটি পাখা ও কয়েকটি ইঞ্জিনও। পেছনের দিকটা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বুলেটের আঘাতে অনেক স্থানে গর্ত হয়ে যায়। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্টোনভ এন-২২৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ