Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানি যোদ্ধাদের হামলা

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানসমর্থিত যোদ্ধারা সিরিয়ার আলেপ্পো শহর থেকে বেসামরিক নাগরিক ও বিদ্রোহী যোদ্ধাদের বের হতে বাধা দিচ্ছে। বিদ্রোহী গ্রুপের একটি অংশ দাবি করছে, ইরানিদের এই গ্রুপটি নতুন করে লড়াই উসকে দিতে চাচ্ছে। গত বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় ও তুরস্কের সহযোগিতায় আলেপ্পোয় বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ চুক্তির আওতায় আলেপ্পো থেকে বিদ্রোহীদের বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়ার কথা সরকারের। তবে বেসামরিক নাগরিকরা আলেপ্পো ছেড়ে বের হয়ে যেতে পারবে নাকি যুদ্ধবিরতি চুক্তি স্থগিত করা হবে এ বিষয়টি বুধবারও পরিষ্কার হয়নি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, পূর্ব আলেপ্পোতে ইরানি যোদ্ধাদের একটি তল্লাশি চৌকিতে প্রায় ১ হাজার লোককে আটকে রাখা হয়েছে। বুধবার সকাল থেকেই নতুন করে বোমা হামলা শুরু হয়েছে। আলেপ্পোর পূর্ব অংশে থাকা বিদ্রোহীরা জানিয়েছে, তারা এই যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন দিচ্ছেন। কিন্তু ইরানসমর্থিত যোদ্ধারা এটি মানতে চাইছেন না। তাদের দাবি, প্রেসিডেন্ট আসাদ ও ইরানের মধ্যস্থতা ছাড়াই এ চুক্তি হয়েছে। পূর্ব আলেপ্পোর বিদ্রোহী গ্রুপগুলির মধ্যে অন্যতম প্রধান দলটির নেতা নুরুদ্দিন জিনকি বলেছেন, ‘সাম্প্রদায়িক যোদ্ধারা আলেপ্পোতে নতুন করে সহিংসতা ছড়াতে চাইছে। ইরানের নেতৃত্বে এই সাম্প্রদায়িক হত্যা বন্ধে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, তাদের বিধ্বস্ত এলাকায় বুধবার সকাল থেকে নতুন করে বোমা হামলা শুরু হয়েছে। গার্ডিয়ান।



 

Show all comments
  • Md. Mizanur Rahman ২৮ ডিসেম্বর, ২০১৬, ৯:৩৯ এএম says : 0
    I'm very interested in this paper
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ