Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক নিহত

মাদারীপুর থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৫:০১ পিএম

মাদারীপুরের ডাসারে সড়ক দূর্ঘটনায় মোঃ ইব্রাহীম মুন্সী-(৩০) নামের একজন ঈজিবাইক চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার পান্তাপাড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম মুন্সী সদর উপজেলার ঘটকচর এলাকার আদমপুর গ্রামের আলী আকবার মুন্সীর ছেলে।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ওই চালক তার ঈজিবাইক নিয়ে কর্ণপাড়া থেকে ভাঙ্গাব্রীজের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি ঢাকা-বরিশাল মহা সড়কের পান্তাপাড়া নামকস্থানে পৌছলে পেছন দিক থেকে আসা একটি সোহাগ পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলে ঈজিবাইক চালক মারা যায়। খবর পেয়ে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ