Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সাথে অস্ত্রের কোনো সম্পর্ক নেই : পিয়ংইয়ং

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১০:১২ এএম

রাশিয়ার সাথে অস্ত্র বিষয়ক কোনো সম্পর্ক নেই উত্তর কোরিয়ার। ভবিষ্যতেও তেমন কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার (৮ নভেম্বর) এমন দাবি করেছে পিয়ংইয়ং। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অভিযোগের জবাবে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয় উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি। সেখানে বলা হয়, রাশিয়াকে অস্ত্র দেয়ার খবর ভিত্তিহীন।
গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে দাবি করে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে গোলাবারুদ সরবরাহ করছে উত্তর কোরিয়া। মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র জন কিরবি দাবি করেন, বিকল্প পথে মস্কোয় অস্ত্র পাঠায় পিয়ংইয়ং। রুট হিসেবে ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে। মার্কিন গোয়েন্দাদের কাছে এ বিষয়ক তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-উত্তর কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ