নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ কিশোরী ফুটবল টুর্নামেন্টে সেরা ময়মনসিংহের মেয়েরাই। আবারও সেই কলসিন্দুর। এই স্কুলের মেয়েদের নিয়েই গড়া ময়মনসিংহ জেলা দল। তাই তারা অতীতের মতো মাঠে দাপট ধরে রেখে নিজ জেলাকে শিরোপা এনে দিয়েছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেএফএ কাপের ফাইনালে ময়মনসিংহ অধিনায়ক সাজেদার হ্যাটট্রিকের সুবাদে ৬-০ গোলে রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সাজেদার হ্যাটট্রিকসহ চার গোল করেন। টুর্নামেন্টে গ্রুপ পর্বেও ময়মনসিংহের মেয়েরা রংপুরকে হারিয়েছিল। গত আসরের ফাইনালে টাঙ্গাইলকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিলো এই ময়মনসিংহ। তাই কাল সেরার খেতাব জিতে ফাইনাল শেষে ডাক আউটে নেচে-গেয়ে জয়োৎসব করে কলসিন্দুরের মেয়েরা। খেলা শেষে চ্যাম্পিয়ন ময়মনসিংহ দলের হাতে ট্রফিসহ ৫০ হাজার এবং রানার্সআপ রংপুরের হাতে ট্রফিসহ ২৫ হাজার টাকা তুলে দেয়া হয়। উদয়ীমান খেলোয়াড় রংপুরের রুনা, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ময়মনসিংহের আমিনা এবং সর্বোচ্চ গোলদাতা (১২) ময়মনসিংহের সাজেদা।
শিরোপা জিতে দারুণ খুশি ময়মনসিংহের অধিনায়ক সাজেদা আক্তার। তিনি বলেন, ‘এ নিয়ে আমরা দু’বার চ্যাম্পিয়ন হলাম। যদিও এই টুর্নামেন্টেই আমি প্রথমবার খেলতে এসেছি। তবে সানজিদাদের সঙ্গে আমরাও অনুশীলন করেছে। অনুর্ধ্ব-১৬ দলের ক্যাম্পে সানজিদারা রয়েছে। তাই আমরা এই দলে খেলছি। ভবিষ্যতে জাতীয় দলে খেলাই আমার প্রধান লক্ষ্য।’ জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম সদস্য মার্জিয়ার বোন তানিয়া আক্তার বলেন, ‘আমি মার্জিয়া আপুর মতো বড় মাপের ফুটবলার হতে চাই। আমার বাবা-মাও চান আমরা ফুটবল খেলি। যদিও অনেক পরিবারই এটা চায় না।’ দলের কোচ মকবুল হোসেন বলেন, ‘আমি খুব খুশী। আমাদের ময়মনসিংহের পুরো দলটিই কলসিন্দুরের। এই দলটিই গেল বছরের বঙ্গমাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এবার আমার লক্ষ্য কলসিন্দুরের মতো নান্দাইলেও একটি মহিলা ফুটবল দল গঠন করা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।