Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরানের ওপর হামলা : বাদ জুমা পাকিস্তান জুড়ে বিক্ষোভের ঘোষণা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১২:২৩ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে পিটিআই। আজ শুক্রবার এ ঘোষণা দেন পিটিআই নেতা আসাদ উমর। খবর জিও নিউজ ও দ্য ডনের।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে এক সমাবেশে ইমরান খানের ওপর এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসকদের বরাতে আলজাজিরা জানায়, এ হামলায় ইমরানসহ ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া এক পিটিআই কর্মী নিহত হয়েছেন।

আসাদ উমর বলেন, ‘আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে, যা চলবে ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত।’
ক্ষমতাসীন জোট সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু করে পিটিআই। আজ শুক্রবার ইসলামাবাদের রাওয়াত এলাকায় শেষ হওয়ার কথা ছিল এই কর্মসূচির। দলের চেয়ারম্যান হিসেবে লংমার্চের শুরু থেকেই গাড়িবহরের সামনে ছিলেন ইমরান।

এ ছাড়া ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে বাহাওয়ালপুরের আইনজীবীরাও ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।
এর আগে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশনের বরাতে দ্য ডন জানায়, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ আবার শুরু হবে। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে এটি শুরু হওয়ার কথা ছিল।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৪ নভেম্বর, ২০২২, ৪:০৭ পিএম says : 0
    পাকিস্তানের নির্বাচিত সরকার কে পেলে দিয়েছিল আমেরিকার নির্দেশে সেই দেশের আর্মি চিফএর নেতৃত্বে।পাকিস্তানে কখনো গনতন্ত্র বা রাজনীতিবিদরা স্বাধীন ভাবে দেশ চালাতে পারেনী যখনই সেনাবাহিনীর দূন্নীতির বিরুদ্ধে কেও কথা বলেছেন তাকে জীবন দিতে হয়েছে। সিনিয়র সাংবাদিক মৃত্যু অনেকেই পাকিস্তান থেকে পালিয়েছেন। পাকিস্তানের ইতিহাস কায়দে আযম পর ইমরান খানের আকাশ চুম্বি জনপ্রিয়তায় পাকিস্তান আর্মি বিচলিত।আমেরিকার ষড়যন্ত্রে পাকিস্তানের আর্মি জড়িত এটি দিবা রাত্রির মত সত্যি। শাহবাজ সরকার ইমরান খানের প্রতিপক্ষ নয়। শাহবাজ সরকার পাকিস্তান সেনাবাহিনীর পুতুল সরকার। শাহবাজ আর্মি আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্রের স্বীকার ইমরান খান। নিশ্চিত মৃত্যু থেকে পেরত এসেছেন ইমরান খান দেশের লক্ষ কোটি মানুষ ইমরান খানের সত্যিকার আজাদীর জন্যে জীবন দিচ্ছেন।দক্ষিণ এশিয়াই মুসলিম বিশ্বের সত্যিকার ন‍্যায় পরায়ন ঈমানদার সাহসী নেতা ইমরান খান। পাকিস্তান নয় সমগ্র মুসলিম বিশ্বের সম্পদ ইমরান খান। পাকিস্তানের আর্মি ইমরান খানকে মেনে নিতে পারছেনা। পাকিস্তানের যে কোন সময় সামরিক শাসন অনিবার্য।আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী আমেরিকা ইসরাইল পাশ্ববর্তী দেশ জড়িত।পিটিআই নেতাকর্মি দেশ জুড়ে বিষ্ফোরণ আন্দোলন করে যাচ্ছে ন‍্যায় ইনসাফের জন্যে দুন্নীতির বিরুদ্ধে ইমরান খান জেহাদের ডাক দিয়েছেন প্রযোজনে মৃত্যু কে আলিঙ্গন করবেন কখনো দুন্নীতিবাজদের সাথে আপোষ করবেন না। জীবন মৃত্যুর মালিক আল্লাহ্ এই যাত্রাই আল্লাহ্ ইমরান খান রক্ষা করেছেন। বাকী আল্লাহর মর্জি পাকিস্তানের সুপ্রিম কোর্ট বিচারপতি গন অত্যন্ত শক্ত শক্তিশালী সকল প্রতিষ্টান শ্রদ্ধা করেন ভয় করেন। একটি মাত্র স্থান পাকিস্তান গনতন্ত্র প্রতিষ্টান শক্তিশালী জায়গা। বিশ্ব নন্দিত ক্রিকেট তারকা রাজনীতি মাঠ গুলি বিদ্ধ রক্তাক্ত মৃত্যু দুয়ার থেকে পেরত এলো। ইমরান খান পারবেন পাকিস্তানের গনতন্ত্র প্রতিষ্টা করতে?বিশালাকারের সত্যিকার মানুষ ইমরান খান বিশ্বের মুসলমানদের সম্পদ পাকিস্তানের মানুষ গুলো যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের জন্যে মঙ্গল হবে। আল্লাহর দরবারে প্রার্থনা করি ইমরান খানের জন্যে। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ