Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান খানের অবস্থা স্থিতিশীল, আবারও শুরু হচ্ছে লংমার্চ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১১:০৭ এএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ আবার শুরু হচ্ছে। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে এটি শুরু হবে। ইমরান খানের বরাতে এ তথ্য জানিয়েছে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন। খবর দ্য ডনের।

এর আগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে এক সমাবেশে ইমরান খানের ওপর এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসকদের বরাতে আলজাজিরা জানায়, এ হামলায় ইমরানসহ ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া এক পিটিআই কর্মী নিহত হয়েছেন।

লাহোরের শওকত খানম হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ইমরান খান। আজ শুক্রবার সকালে এই হাসপাতালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পিটিআই পাঞ্জাবের কেন্দ্রীয় সভাপতি ডা. ইয়াসমিন রশিদ বলেছেন, ইমরান খানের পায়ে দুটি গুলি লেগেছে। তার চিকিৎসা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার এক টুইটবার্তায় ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন জানায়, লংমার্চ ইসলামাবাদ পৌঁছাবে, যা হোক না কেন। আগামীকাল (আজ) সকাল ১১টা থেকে পুনরায় শুরু হবে।

ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার আগে তার সমর্থকরা লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা দেন।
ক্ষমতাসীন জোট সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু করে পিটিআই। আজ শুক্রবার ইসলামাবাদের রাওয়াত এলাকায় শেষ হওয়ার কথা ছিল এই কর্মসূচির। দলের চেয়ারম্যান হিসেবে লংমার্চের শুরু থেকেই গাড়িবহরের সামনে ছিলেন ইমরান। সূত্র : খবর দ্য ডন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ