মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ফেডারেল রিজার্ভ গতকাল (বুধবার) এক ঘোষণায় সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা বলেছে। এটি হবে টানা চতুর্থ বার সুদের হার বৃদ্ধি।
ফেডারেল রিজার্ভ এদিন দুই দিনের মুদ্রানীতি বৈঠকের পর এক বিবৃতিতে বলেছে, ব্যয় ও উত্পাদন বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থান পরিস্থিতি শক্তিশালী হয়েছে, এবং বেকারত্বের হার কমেছে। কিন্তু মুদ্রাস্ফীতি উচ্চ স্তরেই রয়ে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা এবং খাদ্য ও শক্তির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সমস্যা সৃষ্টি করছে।
রাশিয়া-ইউক্রেন সংঘর্ষও মুদ্রাস্ফীতির ওপর অতিরিক্ত ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে চলেছে। ফলে, বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর তার নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।