মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রেমিকা শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আর এতেই খ্যাপা হয়েছেন এক ব্যক্তি। প্রেমিকাকে কুপিয়েছেন শতাধিকবার। এতেও ক্ষ্রান্ত হননি, শেষমেশ প্রেমিকার শিরচ্ছেদ করেছেন। এমনই অভিযোগ উঠেছে আমেরিকার আলাবামায় এক ব্যক্তির বিরুদ্ধে।
রিপোর্ট, গত ২১ অক্টোবর ঘটেছেন এই ঘটনা। অভিযুক্ত ৩৮ বছর বয়সী ব্যক্তি জাস্টিন ফিল্ডসকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তার বান্ধবী ট্যামি বেইলির বয়স ৫২ বছর। যৌন সম্পর্ক স্থাপনে বাধা দেওয়ার জেরেই প্রেমিকাকে ওই ব্যক্তি নৃশংসভাবে খুন করেছেন বলে অভিযোগ।
দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও তার বান্ধবী একই বাড়িতে থাকতেন। তবে তাদের বেডরুম আলাদা ছিল। সম্প্রতি ধুমধাম করে ফিল্ডসের জন্মদিন পালন করা হয়। জন্মদিন উদ্যাপনের পর ওই যুগল বাড়ি ফেরেন। তারপরই প্রেমিকার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে চান ফিল্ডস। কিন্তু তাতে রাজি হননি বান্ধবী। আর এর জেরেই চটে যান তিনি।
খবরে বলা হয়েছে, প্রেমিকাকে খুনের পর ওই ব্যক্তি তার বাবাকে ফোন করে জানান, খারাপ কিছু ঘটেছে। এর পর তার বাবা খবর দেন ট্যামির বোনকে। খবর পেয়েই পুলিশের সঙ্গে ফিল্ডসের বাড়িতে যান প্রেমিকার বোন। কিন্তু ঘরের মধ্যে তাদের ঢুকতে বাধা দেন ফিল্ডস। এর পরই ঘরে ঢুকে ট্যামির দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, একশোরও বেশি বার কোপানো হয়েছে প্রেমিকাকে। তার জেরেই মৃত্যু হয়েছে তার। কিন্তু তার পরও তার শিরশ্ছেদ করা হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।