Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ১৪ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার, গুম ও হত্যার হুমকি এবং গেইটে তালা দিয়ে শিক্ষার্থীদের জিম্মি করার দায়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রক্টরিয়াল নীতিমালার ৮-এর (ক) (খ) (ঘ) এবং ৯নং অনুচ্ছেদ অনুযায়ী ওই ১৪ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়। প্রক্টরিয়াল বডির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। একই সাথে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বিবিএ’র সুমন সুত্রধর, আবুল হাসনাত শুভ, মো. সাইফুল আলম রাহেল, আব্দুল কাদের জেবু, হিমেল দাশ, অভিত রায় ঝলক, মো. আলমগীর হোসেন খান, কৃষাণ বিশ্বাস, এলএলবি’র রুবেল মিয়া, আক্তারুজ্জামান ইমন, ইংরেজির জাফর আহমেদ, মুহিউদ্দিন, সিএসই’র রাজু পাঠান, হাওনান আহমদ নাহিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে ১৪ শিক্ষার্থী বহিষ্কার

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ