মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আদালতে প্রতিনিয়ত দু’পক্ষের সওয়াল-যুদ্ধ, যুক্তি পাল্টা-যুক্তির লড়াই চলে যাদের, সেই আইনজীবীরাই জড়ালেন মারামারি, চুলোচুলি আর হাতাহাতিতে। আদালত প্রাঙ্গনে রীতিমতো সংঘাতে জড়িয়ে পড়লেন দুই নারী আইনজীবী। আদালতে দুই নারী আইনজীবীর এই মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। -আনন্দবাজার
আইনজীবীদের মারামারির এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জের আদালত চত্বরে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার। ভিডিওতে দেখা যায়, একজনের পরনে শাড়ি। গায়ে জড়ানো উকিলের কোট। অন্যজনের পরনে প্যান্ট-শার্ট। রয়েছে উকিলের কোটও। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাত ধরে টানাটানি চলে কিছুক্ষণ। পরে এক নারী অপর জনের গালে সপাটে চড় বসিয়ে দেন। তারপর রীতিমতো হাতাহাতিতে জড়ান তারা। এখানেই শেষ নয়, ওই দুই নারী আইনজীবীকে পরস্পরের চুল ধরে টানাটানি করতেও দেখা যায়। তাদের এমন লড়াই থামাতে আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে যান। কিন্তু তারা মারামারি থামাতে ব্যর্থ হন। এ সময় হঠাৎ ঘটনাস্থলে হাজির হন এক নারী পুলিশকর্মী।
ভিডিওতে দেখা যায়, মারামারিতে লিপ্ত দুই নারী আইনজীবীকে থামাতে প্রথমে রীতিমতো হিমশিম খান ওই পুলিশ সদস্যও। পরে কোনও রকমে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুই নারী আইনজীবীর মারামারি দেখতে আদালত চত্বরে ভিড় জমান অন্য আইনজীবীরাও। তাদের মধ্যে কেউ কেউ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তবে উত্তরপ্রদেশের ওই দুই নারী আইনজীবী কী নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন তা জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।